#কাউফি কি? --- “কাউফি” হলো - TopicsExpress



          

#কাউফি কি? --- “কাউফি” হলো বর্তমানে বহুল জনপ্রিয় ‘সেলফি’ এর আপগ্রেটেড ভার্সন, যেখানে নিজের ছবির সাথে একটা গরুর ছবি থাকবে। উপকরনঃ ১। একটা গরু (গরুটা অবশ্যই দেখতে কিউট হতে হবে) ২। একটা হাই রেস্যুলেশনের মোবাইল ৩। একটা রশি ৪। ২ টা রাবার ক্যপ। --- কার্যপ্রনালীঃ প্রথমে আপনার কিউট গরুটাকে স্যান্ডেলিনা বা জনসন সাবান দিয়ে গোছল করিয়ে দিতে হবে। তার শরীর শুকানোর পর তাকে উপর্যুক্তভাবে সাজাতে হবে।... এক্ষেত্রে আপনে নিজে সাজাতে না পারলে বিভিন্ন বিউটি পার্লার থেকে লোক নিয়ে এসে আপনার গরুকে মন মত সাজাতে পারেন। ...তারপর একটা পরিষ্কার জায়গা নির্বাচন করতে হবে। খেয়াল রাখতে হবে যেন আশে পাশে ডোবা, পুকুর না থাকে ।... এতে করে কাওফির মান খারাপ আসতে পারে। --- গরু নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে।... দেখে নিন, গরুর শিং বড় নাকি ছোট। ছোট শিং হলে ভাল। ...শিং বড় হলে ও ভয় নেই। শিং এর মাথায় ২ টা রাবার এর ক্যাপ লাগালেই আপনার সেফটি নিশ্চিত।... বাড়তি সতর্কতার জন্য গরুর পেছনের দুপা রশি দিয়ে বাধতে পারেন। ...এতে করে আপনার চেহারা গরুর পছন্দ না হলে ও আপনাকে পেছন থেকে ধাওয়া করতে পারবে না।... এবার পার্লার থেকে নিয়ে আসা লোক দ্বারা নিজেকে সাজিয়ে নিন।... সাবধান!! ড্রেস এর ক্ষেত্রে অবশ্যই লাল কালার পরিহার করতে হবে।... অন্যথায় কাউফি তুলতে গিয়ে আপনাকে হসপিটাল এর বেডে তোলা লাগতে পারে। ... এবার গরুর সামনে গিয়ে একটা পোজ দেন।... গরুকে হাসতে বলুন। ইইইসমাইল!!! প্লিজ... তারপর ক্লিক... !! ব্যাস...কাজ শেষ... এবার ছবি গুলো কম্পিউটারে নিন। তারপর Adobi photoshop, Picasa দিয়ে কাউফি তে বাড়তি তেল, হুলুদ ,মরিচ মেশান। অতঃপর, ফেসবুকে পরিবেশন করুন। ক্যাপশন দিন, “ কাউফি With my GUDU….” --- ব্যাস, এভাবে হয়ে গেল একটা সুন্দর, পরিমার্জিত কিউট “কাউফি”... * নাভিদ আরমান শিফাত এর ব্লগ থেকে নেয়া।
Posted on: Mon, 29 Sep 2014 14:20:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015