কাকার মিলানে ফ্রি - TopicsExpress



          

কাকার মিলানে ফ্রি ট্রান্সফারের পর এ নিয়ে প্রতিক্রিয়ায় বিশিষ্ট ফুটবল বিশ্লেষক এবং কাকার গুণমুগ্ধ ভক্ত জনাব সুজন ইকরাম: "আমি রিয়ালমাদ্রিদের সাপোর্টার । আমার প্রিয় ফুটবলার কাকা । কাকা বার্নাব্যূতে না আসলেও আমি রিয়ালমাদ্রিদের সাপোর্টারই থাকতাম । কাকা যদি রিয়ালমাদ্রিদে না আসত তাহলে তাঁর সম্পর্কে আমি আজকে এতটুকু জানতাম না যতটুকু এখন জানি । ও যখন রিয়ালমাদ্রিদে আসে তখন মনে হয় আমার মত খুশী হয়েছিল আরো অনেক রিয়ালমাদ্রিদ ফ্যান , যাদের বেশিরভাগই আগে কাকার ভক্ত ছিলনা । পরে আর হয়েছে কিন সন্দেহ আছে । তবে এখন থেকে যারা কাকার কারণে রিয়ালমাদ্রিদ ফ্যান হিসেবে বিদ্রুপ শুনে এসেছে তারা এখন মুক্ত । কাকা যতদিন সাদা জার্সির একজন প্লেয়ার ছিল ততদিন পর্যন্ত আমার মনে কোন সন্দেহ ছিলনা , কাকা যদি এই ফর্ম এবং ফিটনেস নিয়েই রিয়ালের সেরা মিডফিল্ডার । হ্যা ও আমার প্রিয় প্লেয়ার বলেই এটা বিশ্বাস করতাম । ওই জন্য আমি কাকার জন্য কথার যুদ্ধ করে গেছি ২০১১ এর জানুয়ারী থেকে । তিনটা বছর প্লেয়ারটা শুধু একটা কথাই বলতে চেয়েছে , আমি মাদ্রিদকে কিছু দিতে চায় , আমাকে একটু খেলিয়ে দেখ । কিন্তু সেরকম উদারতা দেখানোর মত সুযোগ কোচের হয়নি । নাহ , গোটা কয়েক এসিস্ট কিংবা গোল করতে পারেনি কাকা , সেটা সে কখনো করেওনি । সান সিরোতে তারা গোল এবং এসিস্ট চলত একই গতিতে । গুরুত্বপূর্ণ ম্যাচে পার্থক্য গড়ে দিত । আর বার্নাব্যূতে ? গোল ডট কম এর ভাষায়ঃ ব্যালন ডি ওর থেকে বার্নাব্যূর বেঞ্চ । লোকে বলে , ভালবাসা নাকি ত্যাগ ছাড়া হয়না । কিন্তু কাকার ক্ষেত্রে সেটা ভিন্ন । সে আট মাস ত্যাগ করল জাতীয় দলের জন্য । এরপর মাদ্রিদে সফল হওয়ার জন্য ত্যাগ করল পুরা ক্যারিয়ারটাই । ওতো চলেই যেতে পারত আর্সেনালে ২০১১ তে । পারতনা যেতে ২০১২ তে মিলানে ? পারত পারত । কিন্তু গেলনা কেন ? তোমরা যেটা ভাবছ সেটাই যদি হত , তাহলে এখন সে যেতনা । আবার তার গন্তব্য ২০০৯ এ ম্যানচেস্টার না হয়ে মাদ্রিদ হতনা । যাইহোক , ভাগ্যের দোষ বলেন আর যাই বলেন , যেটা হয়েছে সেটাই মেনে নিতে হবে আপনাদের , মানে যারা কাকার ভক্ত তাদের । তাহলে ভালবাসার সংজ্ঞা কি তাহলে ? ভালবাসার সংজ্ঞা ত্যাগ না বতস , এটার সংজ্ঞা হল কুপাকুপি (ইংরেজিটা বূঝে নেবেন) আর ছলাকলা (flirting) করা । এটাই এযুগের রীতি । সুতরাং ২০০৯ এর ৮ জুলাই যেখানে ৫০০০০ দর্শক কাকাকে বরণ করে নিল , ২০১৩ সালের আগস্ট এসে শুনতে হল দুয়ো । হইসে ভাই , আবেগ পরে । কাজের কথাই আসেন । চার বছরেতো কিছুই করতে পারলনা । ওহ তাই নাকি ? বেঞ্চে বসে কতটুকু করতে পারবে যদি মাঠে খেলেই অনেকে করতে না পারে । আবারো মূখ বাঁকা ! ভাই , গত চার বছরে রিয়ালমাদ্রিদের সবচেয়ে বড় শিরোপা ২০১১-১২ মৌসুমে লা লীগা জয় । কাকার ফ্যান হিসেবে গর্বের সহিত বলব , ওইটাই ছিল রিয়ালমাদ্রিদে কাকার বেস্ট সিজন ।৮ গোল এবং ১৬ টা এসিস্ট । সিজনের শেষের দিকে ওভাবে বেঞ্চে না পঁচিয়ে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের জন্য কাকাকে একটু তৈরি করে নিলে হয়ত লা ডেসিমা টা পাওয়া যেত ওইবারই । শেষ ষোলর খেলা বলেন আর শেষ আট , দুই নকআউট স্টেজেই ছিল কাকা নায়ক । অন্তত ওরকম ফ্লোতে থাকা একজন অভিজ্ঞ ওয়ার্ল্ডক্লাস প্লেয়ারকে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের জন্য ভালভাবে তৈরি করলে রিয়ালমাদ্রিদকে অন্তত ফাইনাল পর্যন্ত খেলা থেকে কেউ বিরত রাখতে পারতনা । পুরাতন কথা । অনেকের মনে নাও থাকতে পারে । মোরিনহো আমাদেরকে একটাই শিখিয়েছে , বার্সেলোনাকে হারানো । আপনাদেরকে আরেকটু কষ্ট করতে বলব । একটু স্মৃতি হাতড়ে দেখুনতো , ঠিক কোন এল ক্লাসিকো থেকে রিয়ালমাদ্রিদ বার্সেলোনার উপর ডমিনেট করা শুরু করে । আমি বলে দিচ্ছি । ২০১১-১২ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ২য় লেগ এর খেলা । প্রথম লেগে বার্নাব্যূতে ১-০ তে হারার পর ২য় লেগে রিয়ালমাদ্রিদের উজ্জিবীত পারফর্মেন্স । শেষ পর্যন্ত রেফারির কারণে ৩-২ এর জয় থেকে বঞ্চিত হয় মাদ্রিদ । ওই ম্যাচের প্রথমএকাদশটা একটু দেখুন । ওই ম্যাচের পর থেকে রিয়ালমাদ্রিদ সবসময়ই বার্সা থেকে মানসিকভাবে এগিয়ে ছিল প্রতিটি ক্লাসিকোতে । হয়ত কাকা এরপরের একটাতেও বিশেষ কোন ভূমিকাতে ছিলনা । কিন্তু পরিবর্তনের শুরু যেখানে , সেখানে কাকার নামটা আপনারা কেউ মনে রাখলেও আমি ঠিকই মনে রাখব । গত মৌসুমটা কি বিশ্রিই না গেল । এই । এই জাগায় বুঝি একটু কনফিউজড হয়ে গেলেন । গত সিজনতো রিয়ালমাদ্রিদ এবং কাকা দুইপক্ষেরই বিশ্রি গেসে । আমি কোনটা বুঝাচ্ছি ? যে যেটা বুঝে নেন সেটা । লা লীগাতো ১৯ ম্যাচেই হারিয়েছি । চ্যাঃলীগের সেমিতে ডর্টমুন্ডের সাথে কাকার পারফর্মেন্স কারো মনে আছে ? ভাই থামেন । এসিস্ট লিস্ট কিংবা গোল লিস্টে কাকার নাম নাই । ওইরকম একটা সিজন কাটানোর পর একটা প্লেয়ারের অবশ্যই ক্লাব ছাড়ারই কথা । কিন্তু চেয়েছিলেন নতুন কোচকে নিয়ে মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লীগটা জিতবেন । কিন্তু আগের প্লেয়ারদের সাথেই প্রতিযোগীতা করে বাঁচিনা , নতুন দের সাথে করতে করতে স্কোলারী সাহেব ঘন্টা বাজায় দিবে । কাম অন ম্যান । আপনাদেরকে হয়ত সাংখ্যিক পারফর্মেন্স কিংবা বড় ম্যাচে চোখ ধাঁধানো পারফর্মেন্স দিয়ে আপানাদের মনের ভেতর ও নিজেকে গাঁথতে পারেনাই । কিন্তু শেষপর্যন্ততো সে লড়ে গেছে । মাদ্রিদে সফল হওয়ার জন্যতো সে অন্তত সবকিছু দিয়ে চেষ্টা করেছে । না । আমি বলতেসিনা আপনাকে কাকার প্রতি সম্মান দেখাতে । আমার দলের প্রিয় প্লেয়ারটা ক্লাব ছেড়ে চলে যাওয়ার পর গত তিন চার মাস তার ব্যাপারে নিশ্চুপ থাকার পর এখন যাবার পর হঠাৎ করে এতকথা বের হয়ে গেল । আজকের পর থেকে কেউ আর কাকাকে বেঞ্চে রাখার জন্য কোন অমূলক পোস্ট দিবেনা । আমার মত কোন মূর্খ ব্রাজিল ভক্ত আপনাদের আভিজাত্যের সাথে তর্ক করবেনা । আজকে থেকে চুপ । একদম চুপ ।" Posted bY → ♦Nahid
Posted on: Tue, 03 Sep 2013 14:46:22 +0000

Trending Topics



Hasport Billet Motor Mount Kit - PRELUDE - - - BBK1-70A -
Black Friday Sale 120 Pcs 4 Channel 5.5x2.1mm DC Power Spliter 1
loan amortization table annual payments
Solemnity of All Saints Saturday, November 1, 2014 | Feast
Bien.hu | Skorpió nov. 25, hétfő: Rengeteg ötlete van, de
Badan Pengawasan Obat dan Makanan (BPOM) sekarang ini memberikan
lol... Teacher : Ok class; let us show the principal and our
OPERATIONS ADMIN (5 Days/Up to $2500/Central) •

Recently Viewed Topics




© 2015