কিছু তিক্ত সত্য কথা। - TopicsExpress



          

কিছু তিক্ত সত্য কথা। অনেকেরই ভালো লাগবে না ======================== অনেক দিন ধরেই শুনছি, এই হবার পরই কঠিন আন্দোলন দেয়া হবে। ওর পরই লাগাতার আন্দোলন হবে কিন্তু কোথায় সেই আন্দোলন? প্রথমে শুনলাম ২৫শে অক্টোবরের পর লাগাতার কর্মসূচী হবে। গেল ২৫শে আক্টোবর, আওয়ামীলীগ নির্বাচনকালীন মন্ত্রীসভা গঠন করে ফেলল কোন রকম বাধা বিপত্তি ছাড়া। এখন শুনি তফসিল ঘোষনা হলে বিরাট কঠিন আন্দোলন হবে। আগামী সোমবারের মধ্যে আওয়ামীলীগ তফসিল ঘোষনা করবে। করবেই করবে কারন আওয়ামীলীগ দেখছে এর আগে যতগুলো প্রতিরোধের ডাক দেয়া হয়েছে একটাও তেমন কার্যকরী হয়নি। ১৮ দলীয় ঐক্যজোটের হুমকিকে লীগ থোড়াই পরোয়া করে। আমার কথা হোল কেন আমরা এইভাবে টাইম দিচ্ছি আওয়ামীলীগ কে গুছিয়ে নেবার জন্য? কেন এইভাবে সুযোগ দিচ্ছি আমাদের আন্দোলন কে মোকাবেলা করার জন্য আওয়ামীলীগ কে? মাঠ পর্যায়ের কর্মীরা যারা আন্দোলনে যাবে তারা পুরাই দিকভ্রান্ত। কোন দিক নির্দেশনা নাই। হরতাল হবে না অবরোধ হবে সেটাও জানে না নেতৃবৃন্দ পর্যায়ে। এই যখন নেতৃবৃন্দ পর্যায়ের অবস্থা তখন সাধারন কর্মীদের কি অবস্থা সেটা ভালো ভাবেই বুজা যাচ্ছে। স্থানীয় ভাবে যে সব প্রতিরোধ হচ্ছে তারা স্থানীয়ভাবে সংগঠিত হয়ে করছে কোন কেন্দ্রীয় নির্দেশনা ব্যাতীরেক। এটা সত্যি বিএনপি জামাতের প্রায় সমস্ত ত্যাগী কর্মীরা আজকে জেলে তাহলে কি ১৮ দলীয় ঐক্যজোট আজকে নেতৃত্ব শুন্য? তা কিভাবে হয়? হতেও পারে কারন দলের মধ্যে যেমন সুষ্ঠু রাজনৈতিক চর্চা না হলে নেতৃত্ব তৈরি হয় নাই তেমনি লীগের জেল জুলুমের কারনে গত পাঁচ বছর বিরোধীদল দাড়াতে পারে নাই। একটা সুষ্ঠু কার্যকরী আন্দোলন করতে গেলে যেমন লাগে সুষ্ঠ পরিকল্পনা তেমন লাগে পার্টির ডেডিকেটেড কর্মী। দুটোর ই আজকে অভাব দেখছি। যে পরিস্থিতির দিকে দেশ আজকে যাচ্ছে তাতে দেখা যাচ্ছে তারা যে কোন মূল্যে একটা নির্বাচন দেবে আর সেখানে বিরোধী পক্ষ হবে “বিশ্ববেহায়া” এরশাদ। এরশাদ যদি সামনের নির্বাচনে বিরোধীদল হিসাবে নির্বাচনে যায় আর ১৮ দলীয় ঐক্যজোট যদি তা প্রতিরোধে ব্যার্থ হয় তবে জেনে রাখুন এরশাদের জাতীয়পার্টি তার নিজের যে কয়টা ভোট তাতো পাবেই আর তার সাথে পাবে বিএনপি জামাতের উপর বীতশ্রদ্ধ কিছু ভোট। ফলাফল “থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড়”। জাতীয় পার্টিকে প্ল্যান মাফিক কমবেশী ১০০ সিট দেয়া হবে আর তারপর কি হবে? বিএনপি জামাত কি পারবে ইলেকশানের পর আওয়ামীলীগ কে ক্ষমতা থেকে ছূড়ে ফেলতে? জাতীয় পার্টিকে সরকারী ছত্রছায়ায় সাপোর্ট দিয়ে মুখোমুখি করা হবে বিএনপির। আমরা কি বোর্ড বিপ্লবী না আমরা মাঠে ও কাজ করি। যা বাস্তব তাই তুলে ধরলাম। যত সময় যাবে তত বিরোধীদলের নেতা কর্মীরা জেলে যাবে, সফল হবে আওয়ামী নীল নকশা। জানি আপনারা আমার কাছ থেকে উদ্দীপনামূলক লেখা চান। হ্যা আমি পারি আমার লেখা দ্ধারা কালকেই আওয়ামীলীগ কে কাগজে কলমে বিতাড়িত করতে কিন্তু বাস্তবতা তা না। যা সত্যি তাই লিখলাম। আপনাদের হয়ত ভালো লাগবে না। আই এ্যাম সর্যি । তবে এটাও জেনে রাখবেন, আমি হতাশ না। দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। একটি গর্ভকালীন প্রসব বেদনায় দেশ কাতরাচ্ছে। আমি বিশ্বাস করি অসাধারন সুন্দর একটা সময় আমাদের জন্য অপেক্ষা করছে এই সংকট কেটে যাবার পর। কিন্তু নেতৃত্ব কারা দেবে? নেতৃত্বর সংকট ও থাকবে না। আমি চাই আমার প্রিয় দল জাতীয়তাবাদীদের হাত ধরে যেন এই সংকট কেটে যায়। শহীদ জিয়া যে আদর্শ আমাদের জন্য রেখে গেছে সেই আদর্শবাদীরা যেন দেশ কে সামনে এগোনোর পথ দেখায়। তবে যাই হোক না কেন সব কিছু করতে হবে অতি দ্রুত। সময় গেলে সাধন হবে না।
Posted on: Sat, 23 Nov 2013 11:16:01 +0000

Trending Topics



body" style="min-height:30px;">
I dont go on facebook often but Im addressing this status to my
levitra generic canadian

Recently Viewed Topics




© 2015