কিছু ভুল decision কারন হয়ে - TopicsExpress



          

কিছু ভুল decision কারন হয়ে দাঁড়ায় সারাটি জীবনের কান্নার!! জীবনে সুখি হবার জন্য কতজন কতকিছুই না করে!! but life এ happy and cool temper থাকার কিছু নিজস্ব পদ্ধতি সবারই থাকে। life এ happy থাকার প্রধান এবং মূল শর্ত হচ্ছে মানুষের কাছে expectation কমিয়ে নিয়ে নিজের প্রতি expectation level টা কে high করে তোলা। মানুষের কাছে কিছু পাওয়ার আশায় দিন রাত পার করে দিয়ে না পাওয়ার পর জীবনে হতাশা নেমে আশাটা অস্বাভাবিক কিছু না। তাই মানুষের কাছে expectation এর total টা হতে হবে 0% (zero)। তাহলে একটা মজা দেখতে পাবেন শূন্য expectation নিয়ে যখন কারো কাছ থেকে তার 100% টা পবেন নিজেকে সুখি বলে মনে হবে। আর যদি ফলাফল সে zero declare করে তাতেও আপনার কিছু আসবে যাবে না, কারন সেক্ষেত্রে আপনার expectation ই ছিল zero. in that case, first youve to kill all your emotions, cause as long emotion is alive your expectation would never be that level low. emotion এমন একটা জিনিস যা আপনাকে প্রতিনিয়তি দুর্বল করে তুলবে...আর মানুষের কাছে expectation হবে high and high even higher. emotion টা কে যদি এক বার মেরে ফেলা যায় তাহলে যে কেউই আত্মপ্রত্যয়ী বা self depend and self-centered হয়ে উঠবে। তবেই মানুষ হতে পারবে self confident and নিজের কাছে থেকে নিজেই automatically বেশি expect করা শুরু করবে। আর as he is আত্মপ্রত্যয়ী and confident enough so he can full-fill all his expectations and all his wants. জীবনের সাথে প্রতিনিয়ত dealings এর উপর থাকতে শিখুন...আপনি আপনার জীবনকে সময়ের প্রয়ো্জন আনুযায়ী gifts দিবেন, তাহলে জীবনও আপনাকে প্রত্যুত্তরে সেই বহুকাঙ্খিত happiness আপনার পায়ে কাছে রেখে যাবে। তবে মনে রাখবেন মানব জীবনে চাহিদার সীমারেখা গড়ে তোলা কারো পক্ষেই সম্ভব না...so youve to have control in your mind. আর যে mind control করতে পারে তাকে আমার salute. :) #burn_your_emotion_and_be_self_controlled :)
Posted on: Sun, 21 Sep 2014 16:37:22 +0000

Recently Viewed Topics




© 2015