কিছু রোমান্টিক হলিউড - TopicsExpress



          

কিছু রোমান্টিক হলিউড মুভি আপডেট ও লিংক হলিউড ডক্টর ঝিভাগো কাহিনির প্রেক্ষাপট রুশ বিপ্লবের আগে ও পরের রাশিয়া। ছবিটি নির্মিত হয় ১৯৬৫ সালে। সার্জন-কবি ইউরি ঝিভাগোর জীবন নিয়ে গল্প। ঝিভাগো ধনাঢ্য পরিবারের এক তরুণীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ। কিন্তু তার কবিসত্তা প্রেমে পড়েছে অন্য এক নারীর, যে নারী তাকে অনুপ্রাণিত করে কাব্যচর্চায়। সেই দুর্ভাগা নারীও অন্যের স্ত্রী। স্ত্রীর প্রতি দায়িত্ববোধ ও সততা বনাম প্রেম—কোন দিকে যাবে ঝিভাগো? ডেভিড লিন পরিচালিত ছবিটি মহাকাব্যিক এক সৃষ্টি। Imdb : imdb/title/tt0059113/ Download Link : kickass.to/doctor- zhivago-1965-720p-brrip-x264-playnow- t7173331.html লাভ স্টোরি হার্ভার্ডের আইনের ছাত্র অলিভার এবং সংগীতের ছাত্রী জেনিফার। ভিন্ন দুই জগৎ থেকে উঠে এলেও প্রেমের ছাতার নিচে আশ্রয় নেয় দুজনে। কিন্তু বিয়ের পর নেমে আসে দুর্যোগ। অলিভারের ধনাঢ্য বাবা রেগে গিয়ে তাকে ত্যাজ্য করে। প্রতিকূল স্রোত সহ্য করেও ভালোবাসার সাম্পান ভাসিয়ে রাখে দুজন। তাদের দৃঢ় বিশ্বাস, ভালোবাসা পৃথিবীর সব সমস্যার সমাধান করতে পারে। কিন্তু নিয়তির পরিকল্পনা অন্য রকম। পরিচালক আর্থার হিলার। ছবিটি মুক্তি পায় ১৯৭০ সালে। Imdb : imdb/title/tt0066011/ Download Link : kickass.to/love- story-1970-dvdrip-xvid-etrg-t6150597.html সিটি লাইটস পথের ধারে ফুল বেচে অন্ধ এক মেয়ে। তার ফুল কিনতে গিয়ে এক ভবঘুরে আবিষ্কার করে, মেয়েটি নিজেই সদ্য ফোটা নিষ্পাপ এক ফুল যেন। মেয়েটার প্রেমে পড়ে যায় সেই হতদরিদ্র ভবঘুরে। মেয়েটি ভাবে, ছেলেটা বুঝি অনেক ধনী পরিবারের কেউ। ভবঘুরেটি চায়, মেয়েটি ফিরে পাক দৃষ্টি। কিন্তু এর জন্য চাই অনেক টাকা। সেই টাকা জোগাড়ের চেষ্টায় নামে ভবঘুরেটি। এমনকি এর জন্য জেলেও যেতে হয়। মেয়েটি চোখের দৃষ্টি ফিরে পায়। কিন্তু আবিষ্কার করে, তাঁর স্বপ্নের রাজপুত্র আসলে হতদরিদ্র একজন। চার্লি চ্যাপলিনের সেরা সৃষ্টিগুলোর একটি। ১৯৩১ সালে মুক্তি পাওয়া এ ছবিটি নির্বাক, কিন্তু বাঙময়! Imdb : imdb/title/tt0021749/ Download Link : kickass.to/charlie- chaplin-city-lights-1931-720p-brrip- x264-500mb-yif-t5879205.html কাসাব্ল্যাঙ্কা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জার্মানদের আক্রমণ থেকে বাঁচতে ইউরোপীয়দের অনেক শরণার্থীই আশ্রয় খুঁজছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে যেতে হলে প্রথমে যেতে হবে কাসাব্ল্যাঙ্কায়, সেখানে মিলতে পারে এক্সিট ভিসা, যা মোটেও সহজলভ্য নয়। কাসাব্ল্যাঙ্কায় জনপ্রিয় ক্যাফে চালায় যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত রিক ব্লেইন। ঘটনাক্রমে ট্রানজিটের দুটো কাগজ পায় ব্লেইন। এই শহরেই সে আবিষ্কার করে সাবেক প্রেমিকা ইলসাকে। ইলসার স্বামী লাজলো চেকোস্লোভাকিয়ার বিদ্রোহী নেতা, জার্মানরা যাকে হন্যে হয়ে খুঁজছে। ইলসা জানে, কেবল ব্লেইনই সাহায্য করতে পারবে তাদের। কিন্তু ঈর্ষাকাতর ব্লেইন কি সাহায্য করবে? পরিচালনা করেছেন মাইকেল কার্টিজ। ছবিটি মুক্তি পায় ১৯৪২ সালে। Imdb : imdb/title/tt0034583/ Download Link : kickass.to/ casablanca-1942-720p-brrip-mkv-600mb- yify-t5340885.html
Posted on: Mon, 24 Nov 2014 17:49:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015