কিছু সত্য - TopicsExpress



          

কিছু সত্য কথাঃ পাকিস্তান দল থেকে যদি আজমাল এবং মিসবাহ কে বাদ দেয়া হয় তাহলে ওরা অসট্রেলিয়ার মহিলা দলের সাথেও হারবে। ইন্ডিয়া থেকে যদি কহ্লি আর ধনি কে বাদ দেয়া হয় তাহলে ওরা অনেক দুর্বল হয়ে পরবে কেন না ব্যাটিং ই ওদের মুল ভরশা আর ধনি-কহ্লি ওদের ব্যাটিং স্তম্ভ।ওদের ছাড়া আর ওত বড় স্কোর করতে পারবে না ইন্ডিয়া। শ্রী-লঙ্কা দল থেকে যদি মাহেলা,সাঙ্গা আর দিলশান বাদ যায় তাহলে ওদের কি হবে আশা করি সবাই জানেন। বলতে খুব গর্ব হচ্ছে যে আমাদের দলে এমন কেও নেই।কারন আমাদের বাংলাদেশ যে ১১ জনের দল।এখানে সবাই সমান অবদান রাখে দলের জয়ে।এখানে সাকিব-তামিম না খেললে আর মুশি রান পেলেও ৩০০+ রান করতে কোনও সমস্যা হয় না।একটা কথা হলফ করে বলতে পারি এই দলটা এখন আর কারো আকার না।আমরা সাকিব-তামিম-মুশফিক-নাসির-মাশরাফি যে কাও কে বাদ দিয়াও জিততে পারি।শুধু জিতি ই না বাশ দেই।একজন সাকিব ভক্ত হিসেবে যখন দেখি সাকিব নাই তখন যতটা কষ্ট পাই এবার যখন দেখি ওকে ছারাই দল যেতে তখন এর চেয়েও অনেক বেশি আনন্দ পাই।আর এই ব্যাপার তাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে (বাংলাওয়াশ এর চেয়েও বেশি)। প্রথম ২ ম্যাচে ব্যাটসম্যান রা কিসু ভুল করায় ২০ রান কম পুজি পায় বোলার রা অথচ তাদের অসাধারণ পারফর্মেন্স তা ঠিক বুজতেই দেয় না।আবার ৩য় ম্যাচে যখন বোলার রা বাজে বল করে অনেক রান দিয়ে দেয় তখন ব্যাটসম্যান রাই হাত বারিয়ে দেয়।তারা ঠিক ই দলকে জিতিয়ে মাঠ ছারে।এক ডিপার্টমেন্ট এর বেরথতা আরেক ডিপার্টমেন্ট কি সুন্দর করেই না ডেকে দিচ্ছে। সত্যিই এযেন ১১ জনের টিম বাংলাদেশ কালেক্টেড # হিটলার
Posted on: Sun, 03 Nov 2013 16:34:45 +0000

Trending Topics



/a>
Only IBM / HCL / TCS working experienced professionals are giving
Hi my friend , One of the most important parts to making money
HI FBF. TODAY WAS A GREAT DAY FOR ME. I WENT GROCERY SHOPPING

Recently Viewed Topics




© 2015