কিছুটা আত্ত্বসমালোচনা - TopicsExpress



          

কিছুটা আত্ত্বসমালোচনা করি। ডাক্তারদের বিরুদ্ধে রোগীদের একটা কমন কমপ্লেইন হচ্ছে ডাক্তার নাকি রোগীদের এক গাধা পরীক্ষা দেয়। আদতে হয়তো অভিযোগটা বেশির ভাগ ক্ষেত্রে ঠিক না।কেউ কেউ বেশি পরীক্ষা দেয়; কারণ সব পেশাতেই সৎ অসৎ লোকজন আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা ঠিকমতই দেয়া হয়। তারপরেও রোগীদের এই কমপ্লেইনের কারণ আমাদের সাথে তাদের কমিউনিকেশন গ্যাপ। একটা রোগীর কমপ্লেইন শুনে আপনি পরীক্ষা দিলেন। এখন আপনি যদি রোগীকে বলে দেন কোন পরীক্ষা আপনি কি কারনে দিলেন তাহলে রোগী কোনদিন এই অভিযোগ করবে না যে আপনি অযথা পরীক্ষা দিয়েছেন। কেউ পেট ব্যথা নিয়ে ডাক্তারের কাছে আসলো। আপনি খসখস করে কিছু পরীক্ষা লিখে দিলেন যে এই পরীক্ষাগুলো করে দেখাবেন। রোগী কিছুই বুঝলো না। পরীক্ষার রিপোর্ট নরমাল আসলো। আপনি ঔষধ লিখে দিলেন। রোগী জানলোও না কি পরীক্ষা দিলেন; কেন দিলেন; কি রিপোর্ট আসলো। কিন্তু রোগীর জানার অধিকার আছে। আপনি কেন আল্ট্রাসনোগ্রাম দিলেন; কেন ব্লাডের পরীক্ষা দিলেন; কেন ইউরিনের পরীক্ষা দিলেন; কেন এক্স-রে দিলেন এইটা যদি রোগী বা রোগীর লোককে বুঝিয়ে বলতে পারেন তাহলে এই অভিযোগ কখনো উঠবে না। কিন্তু আমরা কখনো তা করি না। এত সময় আছে? সময় থাকতে হবে। হয়তো আমাদের বড় বড় স্যারেরা এত সময় পান না। উনারা ডেইলী এক দেড়শো রোগী দেখেন। উনাদের এত সময় হয় না; যদিও এইটা কোনদিন এক্সকিউজ হতে পারে না। উনার এক দেড়শো রোগী হলো কি হলো না এইটা রোগীর দেখা দরকার না। উনি যেন প্রতিটি রোগী শতভাগ সময় দিয়ে দেখেন এইটা গুরুত্বপূর্ণ। স্যাররা যা করতে পারেন একজন বা দুইজন জুনিয়র রেখে দিতে পারেন যারা রোগী বা রোগীর লোককে এই ব্যাপারে কাউন্সেলিং করবে। আমার মনে হয় জুনিয়ররা সানন্দের সাথে এই কাজ করবে। আর আমরা যারা এখনো অনেক জুনিয়র;আমাদের মাঝে যারা চ্যাম্বার করতেছে তারা রোগীদের সাথে এই প্র্যাকটিস করতে পারি। কি পরীক্ষা দিচ্ছি; কেন দিচ্ছি; কোন ঔষধ কেন দিচ্ছি এই ব্যাপারগুলো রোগীকে বুঝিয়ে বলে দিতে পারি। হয়তো সময় বেশি লাগবে। কিন্তু আমাদের নিজের জন্যই আখেরে ভালো হবে।
Posted on: Wed, 20 Nov 2013 05:15:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015