কিছুদিন আগে - TopicsExpress



          

কিছুদিন আগে অষ্ট্রেলিয়া ভারত সফর করেছিল।ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গিয়েছিল ভারতের খেলা দেখে!৩৬০ রান ও তাড়া করে অনায়াসে জিতে গেল! ভারতের যেন জয় টা ছেলের হাতের মোয়া অথবা অষ্ট্রেলিয়া জিম্বাবুয়ের মত দল!!পাশাপাশি অনেকে ভারতের শক্তি নিয়ে সন্দিহান ছিল(আমি নিজেও!) কারণ তার আগেই ইংল্যান্ড এ গিয়ে ডলা খেয়ে এসেছিল ভারত!আর তাছাড়া শুধু মাত্র ব্যাট্সম্যান দিয়ে যদি কোন টীম সবসময় জিততে ত পারতো তাহলে টীমে বোলার লাগতো না…তো,অষ্ট্রেলিয়ার সাথে যখন ভারত সিরিজ জিতলো তখ্ন অনেক ভারতীয় সাপোর্টার বহুত প্যাঁচাল পাড়ছে…তারা কি বলে এখন,শুনতে ইচ্ছা করছে…তাদের বলছি,সাউথ আফ্রিকা তো একদম ৩ টা স্ট্যাম্প এর ২ টাই ভরে দিল!কই রোহিত শর্মা?কই ধাওয়ান?নিজেদের মাটিতে পিচটারে নিজের মন মত বানাইয়া জিতলে ওইটারে জেতা বলে না…আর অই জেতার ফল পাওয়া যাচ্ছে!৩৬০ রান তাড়া করে জিতে আর সাউথ আফ্রিকার সাথে ১৫০ করতে হেগে দিচ্ছে!!যা দেখতেছি ভবিষ্যতে ভারত আর নিজেদের মাঠের বাইরে খেলবেনা…বড়ই মজা পাইতেছি…
Posted on: Sun, 08 Dec 2013 19:38:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015