কাজটা আসলে আমার ছিলই না.... - TopicsExpress



          

কাজটা আসলে আমার ছিলই না.... তারপরও ভাইয়াদের বললাম ভাইয়া আর কি কোনো কাজ নেই আমার জন্য? তো ভাইয়ারা বলল! আচ্ছা তুমি বসুন্ধরা যাও ওর সাথে(যার দায়িত্ব ছিল) তো কথা ছিল আজ সকালে আমরা যাবো, বসুন্ধরা VNS আর Hurdco Int. এ আমাদের Science fair এর Prize giving ceremonyর Invitation Letter দিয়ে আসবো... এবং আদর্শ Notre Damian এর মতো কিছুটা দেরি করেই বের হলাম দুইজন... এর মধ্যে পেয়ে গেলাম আরো দুইজনকে... ওদের গন্তব্য Rifles, বেশ, একত্রে গেলাম, প্রথমে VNS , তারপর Hurdco তে, Letter drop করলাম, VNS, শনিবার বন্ধ তাই চারদিক ফাঁকা... ভাবলাম আর কী করার দারোয়ানেরর কাছেই দিয়ে যেতে হবে... তখনই অবাক করে বললেন তোমরা Notre Dame থেকে আসছো না? যাও ভিতরে যেয়ে দেখো যেখানে Permission নিয়েও ঢুকতে এতো কথা সেখানে খালি School এ অবাধ চলতে পারলাম... ভালই লাগল... এরপর গেলাম বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফে.. মেইন গেটে জিগ্যেস করলে বললাম NDC থেকে আসছি এই এই কাজে... Permission নিয়ে আমাদেরকে বলল তোমাদের Notre Dame college এর ID card আছে তো তোমাদের আর আলাদা Pass লাগবে না.. পরে রাস্তা চিনে হাটতে থাকলাম... বিশাল জায়গা... বেশ সাজানো গোছানো সুন্দর... হঠাৎ BGB এর একজন ডাকলেন...বললাম এই এই কাজ.. তখন তিনি খুশি হয়ে ভাঙা ভাঙা English এ বললেন তা অনেকটা এমন... You are the meritorious students yes? my duty is to maintain descipline here your uniform colour different so i call you but now you are okay and here is also meritorious but you are special notre dame college okay then i wont check you.. you can go yes yes tthank you অত:পর অাব্দুর রউফ শেষে গেলাম নূর মোহাম্মদ পাবলিক কলেজে... একজন Madam এর সাথে কথা হল আমাদের... তিনি নিজেই গিয়ে Principal কে বললেন Sir Notre Dame থেকে কয়েকটা ছেলে আসছে.. ভিতরে ঢুকতেই উনি দাঁড়িয়ে আমাদের Welcome করলেন তারপর বললেন Notre Dame is Notre Dame! You are the most brilliant students of the country! I am honored to recieve this invitation from you সত্যি বলতে, খুব ভালো লাগলো... এছাড়াও Club Moderators, Sir mams, অনেকের কাছে যে Respect এবং Affection পেয়েছি তা না পাওয়া পযর্ন্ত কেউ বুঝবে না Notre Damian হওয়াটা আসলে কী! আর চারদিকের অসংখ্যজোড়া চোখের অসংখ্য রকম দৃষ্টির কথা না-ই বললাম ahhem.. xD এই সুযোগে life এ first public bus এ চড়ার আনন্দও উপভোগ করলাম! Bus এই অনেক Senior ভাইয়ার সাথেই কথা বললাম, ০৬, ৯৭,১০ Batch এর ভাইয়া...আর আনন্দের চোটে দেরিতে Lab এ পৌছায়ে বকাও খাইলাম! আর সারাদিনের পর এত Tired ছিলাম যে, যেই আমার জন্য Group Lab কেউ করতেই পারে না সেই আমি বললাম ভাই আমি কিসু জানি না তোরা খালি আমারে Data গুলা দে, খালি Make up খাওয়াইস না তো কী এমন হল সারাদিন এসব করে? বেশ কয়দিন ধরেই শুনতেসিলাম কী Club tub করস আজাইরা Time নষ্ট.. or even বড় ভাইদের জুতা চাইটা কী পাবি? এইসব বাদ দে, সত্যি বলতে আমি নিজেও আস্তে আস্তে বিশ্বাস করতে লাগসিলাম, well, এখন আমি ওদেরকে বলতে পারব যে এই Club এর জন্যই একদিন এ যত অভিগ্যতা পাইসি, সম্মান পাইসি, যত বড় জায়গায় যত বড় হতে পারসি, নতুন Friend বানাতে পারসি, নিজের যোগ্যতা বুঝতে পারসি তা কিছু দিয়ে পরিপূরণ করা সম্ভব না... তাই Thank you Notre Dame college and Thank you Notre Dame Science Club :) #Grateful and #Proud লিখা পাঠিয়েছে - Susmoy McDawGgy
Posted on: Wed, 03 Dec 2014 12:22:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015