কিডনির পাথর প্রতিরোধে - TopicsExpress



          

কিডনির পাথর প্রতিরোধে ভেষজ উপাদান কিডনির পাথর প্রতিরোধ করে নিচে এ রকম কিছু ভেষজ উপাদানের কথা উল্লেøখ করা হলো : 1. পুদিনা পাতা কিডনির পাথরের রোগ নিরাময়ের জন্য খুবই কার্যকর। যদি আপনি কিডনি পাথরের সমস্যায় ভুগে থাকেন তাহলে এক চামচ পুদিনার রসের সাথে মধু মিশিয়ে পান করুন। এভাবে কমপক্ষে ৬ মাস সকালে খেতে হবে। 2. কিডনির পাথরের চিকিৎসায় শাক হচ্ছে সর্বোৎকৃষ্ট ভেষজ চিকিৎসা। প্রতিদিন সকালে খালি পেটে শাক খেতে হবে। এভাবে প্রতিদিন শাক খেলে ভবিষ্যতে কিডনিতে পাথর জন্মানো প্রতিরোধ হবে। 3. কিডনির পাথরের চিকিৎসায় খাঁজকাটা পাতাবিশিষ্ট সিংহদন্তি হচ্ছে ধন্বন্তরি ভেষজ ওষুধ। সিংহদন্তির মূলে রয়েছে পটাশিয়াম, যা প্রস্রাব প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। 4. কিডনির পাথরের চিকিৎসায় ডালিম খুবই উপকারী। ডালিমের পাতা দানা জুস একটি স্বাস্থ্যসম্মত জুস। সপ্তাহে এক দিন সকালে খালি পেটে খেলে উপকার পাওয়া যাবে। কিডনিতে পাথর হওয়া বর্তমানে একটি সাধারণ রোগে পরিণত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, এসিডিটি, ক্যালসিয়াম, ফসফরাস ও ইউরিক এসিডের মতো রাসায়নিকের কারণে কিডনিতে পাথর সৃষ্টি হয়। তবে কিছু ভেষজ অর্থাৎ বনাজী ওষুধ সেবনে কিডনিতে পাথর নির্মূল করা সম্ভব হতে পারে। পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন... আগে জেনে না থাকলে কষ্ট করে একটু ধন্যবাদ দিয়েন। দোয়া করি আপনার জীবনের সম্ভাব্য সব সমস্যার সমাধান হোক । ভালো থাকবেন।
Posted on: Sun, 17 Nov 2013 17:05:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015