কোন সভ্য সমাজে একজন - TopicsExpress



          

কোন সভ্য সমাজে একজন ছাত্র/ছাত্রী ১০০ এর ভিতরে ৯৬ পেলে সে সব পত্রিকার শিরোনাম হয়, মানুষের শুভেচ্ছায় ভেসে যায়, প্রেসিডেন্টের কাছ থেকে মেডেল পায়, গিনিজ বুকে নাম উঠানোর তোড়জোড় চলে, বাবা-মা পড়তে বসতে না চাইলে ছেলে মেয়েদের বলে, “ আনিকাকে দেখ, ওর মত রেজাল্ট করতে হবে কিন্তু”। অথচ আমরা কি করলাম? লজ্জার কথা আর না বাড়াই, তবে ডাক্তার হিসেবে লজ্জায় চুপ মেরে থেকেছি আনিকা তাহসিনকে নিয়ে কিছু জ্ঞানপাপী ডাক্তার আর... হবু ডাক্তারদের নোংরামি দেখে। আজকে জানলাম সে বুয়েটেও ভাল রেজাল্ট করেছে, সেটাই স্বাভাবিক। ওকে আমি চিনি না, জানিনা কোথায় ভর্তি হবে। তবে খুশী হব মেডিক্যালে না হলে। আনিকা তাহসিনরা বছর বছর জন্ম নেয় না, একবার জন্মে একশো বছর মানুষের মনে বাস করে। আমরা এরকম অসভ্যতা করতে থাকলে হয়ত একশো বছরেও একজন আনিকা পাবো না, পেলেও দেশে রাখতে পারবো না, অন্য দেশ ঠিকই ওকে খুঁজে নিবে। সবাই তো আর আমাদের মত নির্বোধ না। fb/jahid29th
Posted on: Wed, 13 Nov 2013 06:44:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015