কারা কারা যাবেন - TopicsExpress



          

কারা কারা যাবেন পান্থপথে... ম্পাদনা ইতিহাস দেখুন সিডাটিভ হিপনোটিক্স [শেয়ার করুন যদি রক্তে যদি পূর্বপুরুষের কণামাত্র অবশিষ্ট থাকে, আসুন, প্রতিবাদ করুন। বিকাল ৪ টায় আল জাজিরার বাংলাদেশ অফিসের সামনে ফুটপাতে দাঁড়িয়ে প্রতিবাদ করবো। কোন ব্যানার নয়, একটি ইংরেজী প্ল্যাকার্ড নিজ হাতে লিখে নিয়ে চলে আসুন। অফিসের ঠিকানা- SEL Center (7th Floor) 29, West Pantha Path, Dhaka-1205] গত ৩ নভেম্বর আল-জাজিরায় একটি রিপোর্ট প্রকাশিত হয়। সে রিপোর্টে আল জাজিরার বাংলাদেশী করসপনডেন্ট মাহের সাত্তার বলে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নাকি ৩ থেকে ৫ লাখ। জামায়াতী প্রোপাগান্ডার অস্ত্র হিসেবে আল জাজিরা ব্যবহৃত হয়ে এসেছে অনেক আগে থেকেই। এর আগে নিকোলাস হক গোলাম আযমকে নিয়ে হৃদয়স্পর্শী রিপোর্ট করে। শাহবাগ আন্দোলনকে যুদ্ধাপরাধীদের পক্ষের আন্দোলন বলে চালিয়ে দেয়, যার ফলশ্রুতিতে চাকরি হারাতে হয় তাকে। কিন্তু নতুন নতুন ষড়যন্ত্র ও নতুন নতুন ইতিহাসের সৃষ্টি থেমে থাকেনি। যার সর্বশেষ নমুনা Whats behind Bangladeshs war crimes trials? নামক এই রিপোর্ট টি। রিপোর্ট টি দেখলে মনে হবে এই দেশে রাজাকার নামে কিছু নেই, আদতে মুসলিম রাজনীতি করে বলে এই বৃদ্ধ অসহায় মানুষগুলিকে ধরে ধরে ফাঁসি দেয়া হচ্ছে। যার নাম দেয়া হয়েছে জুডিশিয়াল কিলিং! জামায়াতী টাকায় দালালী করে যাওয়া দুই বিদেশীকে এনে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এই বিচার কতটা নিম্নমানের। টবি ক্যাডম্যান, যে কিনা জামায়াতী টাকায় লবিয়িস্ট হিসেবে কাজ করে যাচ্ছে ও ডেভিড বার্গম্যান, যার বিরুদ্ধে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল নিয়ে কটুক্তি ও মিথ্যে তথ্য প্রদানের দায়ে ট্রাইব্যুনালেই একটি মামলা বিচারাধীন! সেই ডেভিড বার্গম্যানের ব্লগের লিংক থেকেই নাকি এই ৩ লক্ষ থেকে ৫ লক্ষের তথ্য পেয়েছে এই মাহের সাত্তার, দাবী তার। কথা হইলো, সারা দেশে আর কোন তথ্য নাই, যে বেটা মিথ্যা বলে তারটাই কিনা পছন্দ হইলো তথ্য হিসেবে? আসলে এইটা ভুল না। ভুল একবার হয়। এইটা হইলো অপরাধ। এই অপরাধ আমাদের ৩০ লক্ষ শহীদের রক্তের অবমাননা। এই অপরাধ আমাদের ৪ লক্ষ নির্যাতিত মা বোনের আঁচলের প্রতি অবমাননা। জামায়াতী টাকা খেয়ে এই সকল বিদেশীরা আজ মানবতার ঝুলি নিয়া ঘুরে। আমাদের পিতার লাশের প্রতি তাদের কোন মানবতা নাই, আমার বোনের ধর্ষিতা দেহের প্রতি তাদের কোন মানবতা নাই। আমাদের ছোট ভাইটাকে, যাকে আছড়ে মারা হয়েছিলো, তার প্রতি তাদের কোন মানবতা নেই। আসুন প্রতিবাদ করি। রক্তে যদি পূর্বপুরুষের কণামাত্র অবশিষ্ট থাকে, আসুন প্রতিবাদ করি। যাদের পক্ষে সশরীরে আসা সম্ভবঃ আগামীকাল বিকাল ৪ টায় আল জাজিরার বাংলাদেশ অফিসের সামনে ফুটপাতে দাঁড়িয়ে প্রতিবাদ করবো। কোন ব্যানার নয়, একটি ইংরেজী প্ল্যাকার্ড নিজ হাতে লিখে নিয়ে চলে আসুন। অফিসের ঠিকানা- SEL Center (7th Floor) 29, West Pantha Path, Dhaka-1205 আর যারা আসতে পারছেন নাঃ পিনড পোস্টে একটি মেইল লিখে দেয়া আছে। সেটা পাঠিয়ে দিন এইখানে গিয়ে ফর্মটা ফিলাপ করে। [ aljazeera/aboutus/2008/09/ 200892517614686544.html ] যারা আসতে পারছেন ও পারছেন না, সবাইকে অনুরোধ, যাই লিখুন তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করুন। আমাদের সম্মিলিত শক্তিতে পরাজিত হোক অশুভ দেশবিরোধী ষড়যন্ত্র। # 3million1971 # StopHistoryManipulation # Bangladesh টুইটারে যারা আছেন, টুইট করতে পারেন- @AlJazeera, #StopHistoryManipulation of #Bangladesh. #3million1971 রিপোর্ট টি- https://youtube/watch?v=4AFen4J1 DwA
Posted on: Sat, 08 Nov 2014 03:01:56 +0000

Recently Viewed Topics




© 2015