কোর্স : প্রোগ্রামিংয়ে - TopicsExpress



          

কোর্স : প্রোগ্রামিংয়ে হাতেখড়ি (সি ল্যাঙ্গুয়েজ) কোর্সটি কাদের জন্য : স্কুল (ক্লাস সেভেন ও তার ওপরের ক্লাসের), কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী , যারা প্রোগ্রামিংয়ের সাথে পরিচিত নয়, কিন্তু প্রোগ্রামিং শিখতে আগ্রহী। কোর্সে প্রোগ্রামিং শেখানোর জন্য সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে। সিলেবাস : Week 1: Introduction to programming in C, Variable and Data Type Week 2: Conditional Logic Week 3: Loop Week 4: Function and Array Week 5: String Week 6: File, Structure Week 7: Problem Solving Week 8: Problem Solving কীভাবে পড়ানো হবে : প্রতি সপ্তাহে শিক্ষার্থীরা বাসায় প্রায় এক ঘণ্টার ভিডিও লেকচার দেখে আসবে। সেখানে তাদের কোনো প্রশ্ন থাকলে নোট করে নিয়ে আসবে। ক্লাসে সেগুলো আলোচনা করা হবে। ক্লাসের বাকী সময়টা শিক্ষকের সহায়তায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রামিং সমস্যার সমাধান হাতেকলমে করবে। প্রতি সপ্তাহে দুই ঘণ্টার ক্লাস হবে। শেষ দুই সপ্তাহে কোনো ভিডিও লেকচার থাকবে না। তখন কেবলই প্রবলেম সলভিং (বাসায় এবং ক্লাসে)। সময়সীমা : ২ মাস (আট সপ্তাহ) কোর্স শিক্ষক : তামিম শাহরিয়ার সুবিন ( Tamim Shahriar Subeen ) কোর্স ফী : ৫০০০ টাকা। কোর্স হবে দ্বিমিক ক্লাসরুমে। Dimik Classroom -এর ঠিকানা : House #741/1, Road #9, Baytul Aman Housing Society, Adabor, Shyamoli, Dhaka ভর্তি বা অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ : স্বপন (01913884948) ক্লাস হবে প্রতি শনিবার বিকেল ৫:৩০ থেকে ৭:৩০ পর্যন্ত। ক্লাসগুলো যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস, তাই ক্লাসে সবাইকে ল্যাপটপ সাথে নিয়ে আসতে হবে। সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী অংশগ্রহন করতে পারবে। কোর্স শুরু হবে অক্টোবর মাসের ১১ তারিখ।
Posted on: Wed, 24 Sep 2014 13:29:44 +0000

Trending Topics



ition grad-turned-lecturer & all-round whole foods guru

Recently Viewed Topics




© 2015