কাল একটা স্ট্যাটাস - TopicsExpress



          

কাল একটা স্ট্যাটাস দিয়েছিলাম যারা জাকির নায়েকের সমালোচনা করে তাদের নিয়ে । স্ট্যাটাসে অনেকে জাকির নায়েকের পক্ষে বিপক্ষে তর্ক করেছে। তবে সবচেয়ে আমাকে আশ্চর্য করেছে এক হিন্দু ভাইয়ের জাকির নায়েকের সম্পর্কে কমেন্ট পড়ে। আমি সেই কমেন্ট এখানে তুলে ধরছি। Rudro Datta এই লোকটার কথা চিন্তা করলে আমার তো হিংসা লাগে,একজন মানুষ এত কিছু কিভাবে জানেন।তবে তিনি যেহেতু মানুষ তার তো ভুল হতেই পারে। আসলে সমালোচকরা অনেক কিছুই বলে,এটা তাদের রোগে পরিনত হয়েছে।সমালোচকরা বলে জাকির নায়েকের লেকচার শুনলে ইমান চলে যাবে অথচ জাকির নায়েকের লেকচার শুনে হাজার হাজার নওমুসলিম ইসলাম ধর্ম গ্রহন করে। জাকির নায়েকের লেকচার সমালোচকদের নাড়া না দিলেও নওমুসলিমদের নাড়া দেয়,তারা সেই লেকচার শুনে মুগ্ধ হয়।তারা অবাক হয়ে জাকির নায়েকের লেকচার শুনে,তারা দেখতে পায় তাদের ধর্ম গুরুরা যে জিনিস জানেনা সেই জিনিস জাকির নায়েক মুসলিম হয়েও জানে। এখানে এই রুদ্র দত্ত ও ব্যাতিক্রম নয়। আফসোস হয় সেই সব সমালোচকদের,যারা এখনো জাকির নায়েক কি রত্ন সেটা বুঝে নাই.... -আবুল মাল মেট্টিক পাশ
Posted on: Wed, 20 Nov 2013 13:08:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015