কাল থেকে আবার ও শুরু - TopicsExpress



          

কাল থেকে আবার ও শুরু হচ্ছে ৪৮ ঘন্টার রাজপথ,রেলপথ,নৌপথ অবরোধ কর্মসূচি।আমি একজন সাধারণ মানুষ।বলতে পারেন আমি কোনো দলকেই সাপোর্ট করি না।কিন্তু যারা এই সব কর্মসূচি দিতেছে তাদেরকে বলব আপনারা তো দেশের বিজ্ঞ ব্যাক্তি বর্গ।আপনাদের এই ধরনের আত্মঘাতি কর্মসূচির কারণে আমাদের অর্থাৎ সাধারণ studender যে কি পরিমান ক্ষতি হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই ভাবে যদি চলতে থাকে তবে একদিন জাতি যে গেয়ান শুন্য হয়ে পড়বে তা কার অজানা নয়।রাজনীতি যদি জনগনের স্বার্থে হয় তাহলে জনগনের ক্ষতি করে এই টা কি ধরনের রাজনীতি ta আমরা বুঝতেছি না।এখন এ বা তফসিল ঘোষনা করার কি দরকার আবার এখন এ বা এই ধরনের কর্মসূচি এ বা দাইয়ের বকি দরকার??আপনারা তো জানেন এ এখন সব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা সহ বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা চলতেছে।আজকের এই studenrai তো আগামীদিনের জাতির কর্ণধার hobe.tai তাদের খতি করে আপনাদের কি লাভ???এই রাজনীতি কি জনগনের জন্য নাকি আপনাদের uddhssho হাসিলের জন্য ta আমাদের বুধ গম্য হচ্ছে না।আপনারা যে শুধু জনগন জনগন বলেন এইটা ই কি জনগনের জন্য রাজনীতি ??নাকি আপনারা এখানে জনগন শব্দটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ব্যবহার করেন ???
Posted on: Mon, 25 Nov 2013 16:44:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015