কাল বলেছিলাম কোলকাতা কে - TopicsExpress



          

কাল বলেছিলাম কোলকাতা কে নীল-সাদা রং-এ রাঙানোর নেপথ্যে কাহিনী টা বলবো.. ঘটনাটা হলো এই যে আপনারা নীল-সাদা রঙ টা দেখছেন, দেখবেন দুই ধরেনের নীল রঙের ব্যাবহার হয় কোলকাতা কে সাজাতে, একটা হাল্কা নীল রঙ এবং আর একটা একটু গাঢ়, এই গাঢ় নীল রঙ টার নাম Regatta Bay.. এবং হালকা নীল রঙ টার নাম Collar Blue... এই দুটো রং এর Patent আছে ICI DULUX Piants এর কাছে..। যেই ICI Dulux Paints এর সবথেকে বড় ডিলার এর নাম Abhishek Hardware.. (প্রো: অভিষেক ব্যানার্জী, M P এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আদরের ভাইপো)।। এবং ঘটনাচক্রে ICI Dulux এর এই দুটো রঙের Patent নেওয়া, Abhishek Hardware এর ICI Dulux Paints এর সর্ববৃহত ডিলার হয়ে ওঠা.. সবই হয়েছে পরিবর্তনের পরে পরেই... না, কখনই বলছিনা যে পুরো কোলকাতা তথা পশ্চিমবঙ্গকে নীল-সাদা রঙে রাঙানোর রঙ পুরোটাই Abhishek Hhaardware থেকে আসছে... তবে ৬৫-৭৫% রঙ তো অবশ্যই আসছে... এবং কাকতলীয় ভাবে এখন ICI Dulux Paints এর ডিলারশিপ পাওয়াটাও খুব কষ্টকর বিষয় কোলকাতা তে...
Posted on: Fri, 18 Jul 2014 05:39:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015