কাল সন্ধ্যায় রাস্তায় - TopicsExpress



          

কাল সন্ধ্যায় রাস্তায় দাঁড়াইয়া CNG নামক বাহনখানার জন্য অপেহ্মা করিতেছিলাম.... পাশে বন্ধু আরামছে বিড়ি ফুঁকিতেছিল.... ১৪-১৫ রোজা পার হইয়া গেলে বগুড়ায় আর সব কিছু সময়মত পাওয়া গেলেও রিক্সা আর cng সচরাচর সময়মত পাওয়া যায় না.... বন্ধু রে কহিলাম "বালক, আজ কপালে cng নাই, চল হাঁটা আরম্ভ করি".... বন্ধু কহিল, "থাম মামা, বিড়ি খানা শেষ হওয়া পর্যন্ত wait করি".... কথা শেষ না হইতেই দেখি একখানা Private car আসিয়া সামনে দাঁড়াইল.... ভাবিলাম হইত রাস্তা চিনিতেছে না তাই location জানিতে চায়, আগাইয়া গেলাম দেখি স্টিয়ারিং হাতে যুবক আর তার পাশে এক বড় আপু (বড় আপুর সুরুতখানা দেখিয়া আমার আত্তা খানা কাঁপিয়া উঠিল)...আপু যেহেতু যুবকের পাশে বসিয়া so obhiously সে driver নহে ইহা বুঝিয়া লইলাম.... আপু আর সেই ভাইয়া দুজনেই একসাথে কহিল "উঠে পর"... অবাক হইলাম but গাড়ির পেছনের সিট এ তাকাইয়া সব রহস্যের জট খুলিয়া গেল.... বোনের বান্ধবী তার সেই চিরচেনা মুচকি মুচকি smile এ রত.... আধা ঘন্টারও বেশী দাঁড়াইয়া থাকিয়া থাকিয়া এরকম একখানা সুযোগ হাতছাড়া করিয়া আরো আধা ঘন্টা দাঁড়াইয়া থাকার কোন হেতু খুঁজিয়া পাইলাম না, বন্ধু আমার দেখি বিড়ি ফেলিয়া গাড়িতে উঠিতে প্রস্তুত, তাই আমিও আর কাল বিলম্ব না করিয়া গাড়িতে উঠিয়া পড়িলাম.... আমি বালিকার পাশে আরা আমার পাশে আমার বন্ধু,... ২ জনের সিট এ ৩ জন বসিয়াছি তাই বালিকার গায়ের সাথে আমার গা বেশ ভালভাবেই লাগিয়া ছিল.... মেয়ে দের শরীর যে এতটা নরম হয় আগে জানিতাম না.... বালিকা পরিচয় করাইয়া দিল ওই বড় আপুটা তার নিজের বড় আপু, আর পাশের যুবক বড় আপুর frnd... পাশের ওই যুবক যে তার আপুর কি type এর frnd তাহা বোঝার যথেষ্ট বয়স আমার হইয়াছে বৈকি.... মনে মনে যুবকের উপর রাগই হইতে লাগিল, বাছিয়া বাছিয়া ভালই পাইয়াছে, দেখিতে আঁতেল আঁতেল মনে হইলেও যুবক যে জাতে মাতাল তালে ঠিক তাহা তার কর্ম দেখিয়াই বুঝিলাম.... সাতমাথায় আসিয়া আমার বন্ধু গাড়ি থামাইতে কহিল, বড় আপু বলিয়া উঠিল "নামিবে কেন, থাক, চল ঘুরিয়া আসি".... আমার বন্ধু তখন কাজের দোহাই দিয়া নামিয়া পড়িল, আপু তখন কহিল "ওর যখন কাজ আছে তো ও যাক তুমি চল আমাদের সাথে, ঘুরে আসি".... স্তম্ভিত হইয়া গেলাম, কি করিব, এক দিকে আমার বন্ধু আর অন্য দিকে এক সুন্দরী বালিকার পাশে বসিয়া ঘুরিতে যাওয়ার লোভনীয় offer.... বন্ধুকে একা ছাড়িয়া যাইতে মন করিল না, বলিয়া উঠিলাম "আপু কাজ টা আমাদের ২ জনের জন্যই importent, আমাদের যাইতেই হবে.... আপু তখন ১ খানা smile দিয়া কহিল "ঠিকাছে ভাইয়া, আবার দেখা হবে তাহলে, BYE"... বলিয়া চলিয়া গেল... বালিকা যাওয়ার সময় কিছুই বলিয়া গেল না... WHo cares..!! Nothing is more importent than a frnd. . ! ! . . . অতঃপর, রাস্তায় হাঁটিতে হাঁটিতে বন্ধু কহিল, "গেলেই পারতিস, আমাদের তো এমন কোন জরুরী কাজ ছিল না".... বন্ধুর কাঁধে হাত রাখিয়া কহিলাম "থাম বে, বিড়ি খাবি কিনা ক, চল আজ তোরে একটা বিড়ি কিনা দেই... 3:) . . "
Posted on: Thu, 25 Jul 2013 11:37:57 +0000

Recently Viewed Topics




© 2015