কখন আসে গজব? =-=-=-=-=-=-=-=-=-=- হযরত - TopicsExpress



          

কখন আসে গজব? =-=-=-=-=-=-=-=-=-=- হযরত আলী (রা) বর্নণা করেন, নবী (সা) ইরশাদ করেন- আমার উম্মতে মাঝে যখন ১৪ টি উপসর্গ দেখা দিবে, তখন তাদের ওপর আল্লাহর গজব একের পর এক নাযিল হতে শুরু করবে - (১) সরকারী ভান্ডারে গচ্ছিত জনগণের সম্পদকে যখন তত্ত্বাবধায়কের া নিজের ব্যক্তিগত সম্পদরুপে খরচ করতে শুরু করবে। (২)আমানতের খেয়ানত করবে। (৩)যাকাত দেয়া জরিমানা মনে করবে। (৪)স্বামী স্বীয় বৌ এর আনুগত্য করতে শুরু করবে। (৫)ছেলে তার মায়ের অবাধ্য হবে। (৬)লোকেরা বন্ধুর মনোরঞ্জন করবে এবং পিতার ওপর জুলুম করবে। (৭)মসজিদে হাঙ্গামা বাঁধাবে। (৮)সর্বাপেক্ষা জগন্য চরিত্রের লোকগুলোয় সমাজের নেতৃত্বপদ দখল করে বসবে। (৯) কাউকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। (১০)নানা প্রকার নেশাদ্রব্য প্রকাশ্যে ব্যবহার করা হবে। (১১)পুরুষেরা আগ্রহ ভরে রেশমী কাপড়ের পোশাক পরিধান করবে। (১২)বিবিধ বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচলন হবে। (১৩)নৃত্য গীতের আসর সরগরম হয়ে উঠবে। (১৪)লোকেরা পূর্ববর্তীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে শুরু করবে। পরিশেষে হে আল্লাহ তুমি তোমার গজব থেকে আমাদের কে হেফাযত করো।আমীন।
Posted on: Mon, 08 Dec 2014 07:42:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015