কখনো কখনো সময় আসে যখন - TopicsExpress



          

কখনো কখনো সময় আসে যখন ইতিহাসের সমস্ত গতি এক ব্যক্তিতে স্থির হয়, সমস্ত রাজপথ একটি পথে মিলিত হয়,সমস্ত কন্ঠসর একটি কন্ঠে পরিনত হয়,সমস্ত স্বপ্ন মিলে তৈরী হয় একটি মহাস্বপ্ন। আমাদের জাতির জীবনে সেই মহাস্বপ্ন এসেছিল ১৯৭১ সালের মার্চ মাসে। পিতা মুজিব সেদিন শুধু স্বপ্নই দেখাননি,নিজেই পরিনত হয়েছিলেন জাতির স্বপ্নে। তিনি শুধু পথ দেখাননি নিজেই পরিনত হয়েছিলেন রাজপথে। শেখ মুজিবুর সেদিন শুধু সংগ্রামের ঘোষনা দিয়েই ক্ষান্ত হননি তিনি নিজেই পরিনত হয়েছিলেন সংগ্রামে। ৭১র উত্তাল মার্চের ১১ তারিখে লন্ডন টেলিগ্রাফ ছেপেছিল - - All Roads Led to Dhanmondi 32 & Sheikh Muzibs Residence Has Already Become Defacto No-10 Downing Street of Dhaka.....
Posted on: Fri, 24 Oct 2014 16:51:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015