কতো অনাস্থা- কতো - TopicsExpress



          

কতো অনাস্থা- কতো অবিশ্বাস এই দুখিনি দেশটার উপর। অনেকেতো তার পাসপোর্টের রঙ লুকাতে ব্যাস্ত হয়ে যান, প্রশ্নে প্রশ্নে তার মলিনতাকে আরো প্রকট করে তোলেন, কি দিয়েছে- কি করেছে সে আমার জন্য??? এই আমি’র বাইরে এবার একবার চোখ মেলে দেখুন- Time এর থেকে কটি উধৃতি দিচ্ছি, যেটা জানিয়েছে আবার World Bank..... ১) World Bank এই জুনে চোখে না পড়ার মতো করেই জানিয়েছে- বাংলাদেশ তার দরিদ্র মানুষের সংখ্যা ২০০০ সালে যা ৬ কোটি ৩০ লাখ ছিলে তা ২০১০ সালে ৪ কোটি ৪৭ লাখে নামিয়ে এনেছে। ২) বাংলাদেশ জাতিসংঘ নির্ধারিত মিলেনিয়াম উন্নয়ন লক্ষমাত্রা ( Millennium Development Goal) তার সময়সীমা যা ছিল ২০১৫ তার দু’বছর অগেই পৌছে গেছে। ৩) দারিদ্র বিমোচনের অবিশ্বস্য লক্ষ্যমাত্রা যা ২৯.৫% তার ২৬% ই সে অর্জন করেছে। ৪) দারিদ্র সূচক যা ২ ডলার প্রতিদিন বা ২১০০ ক্যালোরির খাবার প্রতিদিন হিসাবে ধরা হয় তার নিচে থাকা মানুষের সংখ্যা ২০০০ সাল থেকে ২০১০ সালের মধ্যে ২৬% কমিয়ে এনেছে। এর বিষ্ময়কর অংশটি হচ্ছে যা জনসংখ্যা বৃদ্ধির অংকটি সহই অর্জিত হয়েছে। ৫) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার প্রতি দশকে ১% করে বাড়ছে। ৬) শিশু-মৃত্যুর হার ব্যাপক হারে কমিয়ে এনেছে ৭) ৫ বছরের নিচে শিশুর টিকা দানের হার প্রভুত বৃদ্ধি পেয়েছে ৮) সাক্ষরতার হারের বিশাল বৃদ্ধি হয়েছে ৯) নিরাপত্তার অওতা বড় হয়েছে ১০) দরিদ্র জনসংখ্যার মঝে ২০০০ সালে যেখানে মাত্র ১০% বিদ্যুৎ সুবিধা পেত সেখানে ২০১০ সালে পাচ্ছে ২৮.৫% ১১) দরিদ্র মানুষজন ২০০০ সালে যেখানে মোবাইলই ব্যবহার করতো না সেখানে ২০১০ সালে তা দড়িয়েছে ৩৬.৩% ১২) ১৯৯৪ থেকে ২০১২ গড় অর্থনৈতির প্রবৃদ্ধির হার ৫.৫% ১৩) অর্থনীতির প্রান্তের মানুষ যেমন কৃষিকর্মী বা রিক্সাচালক তাদের আয় বৃদ্ধি পেয়েছে ১০%। ১৪) জনসংখ্যা নিয়ন্ত্রনে রয়েছে ব্যাপক সাফল্য ১৫) ক্রমবর্ধমান কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় আগের এক ব্যক্তির আয়ের উপর নির্ভরশীল পরিবার গুলোতে অন্য সদস্যরাও আযের সুযোগ পাচ্ছে। ফলে পারিবারিক অর্থনৈতিক নিরাপত্তা দৃঢ় হচ্ছে। বাংলাদেশকে দিয়ে উদাহরণ দিচ্ছে আজ সারা বিশ্ব। বাংলাদেশ উঠে দাড়াচ্ছে। সবাই শুধু তার উপর আস্থা রাখুন। জয় আসবেই। world.time/2013/07/18/after-much-heartbreak-some-good-news-at-last-for-bangladesh/ (Courtesy: Station 71.13)
Posted on: Mon, 22 Jul 2013 03:01:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015