কথা বলে কন্টোল করুন - TopicsExpress



          

কথা বলে কন্টোল করুন আপনার কম্পিউটার প্রথমেই বলে নিচ্ছি, এটা আমার প্রথম টিউন, তাই ভুল হলে ক্ষমা করে দেবেন। আর আমার নামটা পরিবর্তন করেছি (নিরবপাঠক)। কিছুদিন স্কুল বন্ধ থাকায় ভাবলাম কয়েকটা টিউন করি। আচ্ছা তাহলে কাজের কথায় আসি, আপনি কথা বলে আপনার কম্পিউটার চালাতে পারবেন ঠিকই তবে এটা শুধু উইন্ডোস সেভের ব্যবহার করার জন্য। প্রথম প্রথম চালাতে একটু কষ্ট হবে কিন্তু পরে ঠিক হয়ে যাবে। প্রথমে “Start” মেনু থেকে “Comtrol Panel”-এ যান তারপর “Ease of Access Center”-এ ক্লিক করুন, এখান থেকে “Use the computer without a mouse or keyboard”-এ ক্লিক করুন এবং পরে “Use Speech Recognition”-এ ক্লিক করুন। এখানে প্রথমটি অর্থাৎ “Start Speech Recognition”-এ ক্লিক করুন তারপর “Next (Headset Microphone নির্বাচন করুন)> Next > Next > এখানে ইংরেজিতে কিছু লেখা থাকবে যা আপনাকে মাইক্রফোনে জোরেজোরে বলতে হবে অথবা কিছুক্ষন অপেক্ষা করে Next করুন > Next > এখান থেকে যে কোনো একটা নির্বাচন করে ( আমি Enable document review নির্বাচন করলাম) Next > এখান থেকে আবার দুটি অপশন থেকে একটি নির্বাচন করতে হবে (আমি Use voice activation mode নির্বাচন করলাম) Next > Next > Next > আপনি যদি টিউটোরিয়ালগুলো পড়তে চান তাহলে Start Tutorial-এ ক্লিক করুন আর না পড়তে চাইলে Skip Tutorial-এ ক্লিক করুন। ব্যস হয়ে যাবে।Sleeping লেখা উঠে থাকলে “মাইক্রোফোন” আকানো অংশে ক্লিক করে চালু করে নিন। এবার কথা বলে দেখুন।
Posted on: Tue, 23 Jul 2013 17:09:10 +0000

Recently Viewed Topics




© 2015