কথায় আছে , যায় দিন ভালো - TopicsExpress



          

কথায় আছে , যায় দিন ভালো আসে দিন খারাপ । আগের কথাগুলো মনে করলে নিজের অজান্তেই হাসি আসে । এখনও স্কুলের সামনে দিয়ে হেটে গেলে মনে পরে লাস্ট বেঞ্চে বসে কত শয়তানি করেছি । এখনো করি । তবে আগের মত অতোটা হয় না । স্কুলের বন্ধুগুলার সাথে ভালো আন্ডারস্টেন্ডিং ছিল । কিন্তু কলেজের পোলাপান একেকজন ব্রিলিয়ান্ট । কথা বলতে গেলেই পড়ালেখার প্রসঙ্গ আসে । আচ্ছা , এতো পড়ালেখা করে কি হবে ? জীবনের অর্ধেকটা সময় পড়ালেখা করবেন , তারপর চাকরী করবেন , বিয়ে করবেন , সকালে অফিসে যাবেন রাতে বাসায় এসে বাচ্চাদের পড়াবেন । বুড়ো হয়ে রিটায়ার্ডমেন্টে যাবেন তারপর যাবেন মরে । এই জীবন আপনাদের জন্য নির্ধারীত । জীবনের একটা মূল্য দিন । উপভোগ করুন প্রত্যেকটা সময় । আপনার আর আমার মধ্যে পার্থক্য কি জানেন ? আপনি যখন বুড়ো হয়ে ঘরে বসে থাকবেন তখন আফসোস করবেন জীবনটার জন্য আর আমি বসে বসে আনন্দময় স্মৃতিগুলো স্মরন করে হাসবো । হ্যা , পড়ালেখায় আপনাদের চেয়ে খারাপ হলেও জীবনের সাথে চলার মত কিছু করতে পারবো । এমনও হতে পারে আপনার চেয়ে বড়কিছু করছি । পৃথিবীতে যারা বড় বড় মানুষ আছে তাদের বেশীরভাগই আমার মত গোয়ার ছাত্র ছিলেন । সকল মহান ব্যক্তিত্ব উঠে এসেছে ক্লাসের ব্যাকবেঞ্চ থেকে । তবে আমি আপনাদের নিরুত্‍সাহিত করতে চাই না । আপনারা কঠিনভাবে পড়ালেখা করছেন খুব ভালো কথা আমি শুধু বলবো জীবনের মূল্য দিন । বাইরেও একটু সময় দিন , বন্ধুদের সাথেও আড্ডা দিন । যুগের সাথে , দুনিয়ার সাথে চলুন । আজ পর্যন্ত এমন কোন বই তৈরি হয় নি যেখানে পৃথিবীর সব সত্য তুলে ধরা হয়েছে ।
Posted on: Sun, 29 Sep 2013 17:46:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015