কদিন ধরেই ভাবতেছি আমি - TopicsExpress



          

কদিন ধরেই ভাবতেছি আমি একটা নদী কিনব। কিন্তু কার কাছ থেকে কিনব? নদীর মালিকের ঠিকানা আমি জানি না। যদি মালিকের দেখা পাই এবং সে যদি বিক্রি করতে চায় তবে দাম নিয়ে দুই কথা হবে না। তার যে কোন শর্তে আমি রাজি। আমার একটা বিশাল পাহাড় আছে। সে যদি চায় আমার এই পাহাড় টাও তার নামে লিখে দিব। পাহাড় স্থির আর নদী বহমান। আমি আর স্থির হয়ে থাকতে চাই না। বহমান নদীর সাথে তাল মিলিয়ে চলতে চাই। _________________________________ অবশেষে মালিকের দেখা পেলাম। [পা মা = পাহারের মালিক ন মা = নদীর মালিক] পা মা:-Excuse me.....! ন মা:- জি বলুন। পা মা:- এটা তো আপনার নদী। তাই না...? ন মা:- জি। পা মা:- আমি আপনার নদী টা কিনতে চাই। বিক্রি করবেন....? ন মা:- এটা নিয়ে তো আপনার কোন লাভ হবে না। শুধু শুধু টাকা নষ্ট হবে। পা মা:- এ কথা বল্লেন কেন...? ন মা:- এই নদীতে ঢেউ নেই, নেই কোন জলজ প্রাণী, তাছাড়া এ নদীতে আজ পর্যন্ত নৌকা চলে নি। পা মা:- আমার পাহাড়ের স্পর্শে ঢেউ সৃষ্টি হবে, আমার পাহাড়ে কিছু আদিবাসি বাস করে, তারা এই নদীতে মাছ ছাড়বে আর তারা পাহাড়ের কাছে যাওয়া জন্য নৌকা ভাসাবে। প্লিজ আপনি আর অমত কইরেন না। ন মা:- আচ্ছা দেখি, আপনার জন্য কি করা যায়। বিঃদ্রঃ এটা আমার প্রথম ক্যাবিক কথা। নিজের জ্ঞান থেকে লিখলাম। কেমন হয়েছে জানাবেন কিন্তু।
Posted on: Mon, 20 Oct 2014 06:58:12 +0000

Trending Topics



"http://www.topicsexpress.com/ਗੁਰੂ-ਹਰ-ਗੋਬ-ੰਦ-ਦਸਤਗ-ਰ-topic-10202317080475434">ਗੁਰੂ ਹਰਿਗੋਬਿੰਦ: ਦਸਤਗੀਰ

Recently Viewed Topics




© 2015