কনফেডারেশন কাপের শুরুতে - TopicsExpress



          

কনফেডারেশন কাপের শুরুতে হারু পার্টিরা : ব্রাজিল প্রথম রাউন্ডেই বাদ পড়বে প্রথম ম্যাচের পর : দুর্বল টিমের সাথেই ব্রাজিল জিতে ইতালির সাথে ম্যাচের পর : সেমিফাইনালে ব্রাজিল নিশ্চিত বাদ পরবে সেমিফাইনালের পর : স্পেনের কাছে ফাইনালে বাঁশ খাবে ব্রাজিল ফাইনালে কি বলে সেটা পরে দেখা যাবে । এবার হারু পার্টিরা বিশিষ্ট ফুটবলবোদ্ধা হয়ে গেছে কিন্তু তাদের একটা কথাও মিলে নাই । কি আর করবে । নিজেদের দল তো চান্স পায় নাই তাই এরা বসে বসে ভবিষ্যতবাণী করছে আর না মিলাতে লজ্জা পাচ্ছে Courtesy : Scientist Avijit Chang-sodium Kelvin
Posted on: Thu, 27 Jun 2013 08:10:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015