কয়েক বছর আগেও শীতে ভোর - TopicsExpress



          

কয়েক বছর আগেও শীতে ভোর বেলা হাটা টা অভ্যাস ছিলো। কারণ তখন রমজান মাস শীত কালে হতো। সেহরি খেয়েই বের হতাম সবাই মিলে। সবাই মিলে হাটার মজাই অন্যরকম ছিলো।এইদিক ওইদিক চরতাম। তারপর চরা শেষ হইলে সেই গোয়াল ঘরে । গত বছর ও এইরকম অভ্যাস ছিলো। সেটা অবস্য প্রাইভেটে যাওয়ার জন্য। কিন্তু যবে থেকে বড হইসি {(!) আই মিন ইন্টার শেষ করসি আরকি} আম্মু আর উষ্টাইয়া ঘুম থেকে তুলে না :( যার কারণে আমাদের সেই হাটার ঐতিহ্য টা হারিয়ে যেতে বসছে। নানু বারিতে আইসা সেই চরম জিনিস টা আরেকবার উপভোগ করলাম আজকে। কিন্তু কুয়াশাতে খালি পায়ে হাটার সৌভাগ্য এবারই প্রথম হইসে। কুয়াশা ফোটোগ্রাফি,খেজুর গাছ ফোটোগ্রাফি, সূর্যোদয় ক্লিক করার জন্য সূর্যের অপেক্ষা, লাল চা দিয়া গুলগুলি খাওয়া :* এবারই প্রথম। গুলগুলি জিনিস টাও প্রায় উঠে যেতে বসেছে । আগে গ্রাম বাংলার চা দোকান গুলো তে প্রচুর পাওয়া যেতো। এখন শুধুমাত্র নানু বাডিতে আসলেই এই জিনিস টা খাওয়া হয়। সেই ছোটবেলা থেকে আমার সবচেয়ে প্রিয় যায়গা! আই লব ইউ নানুবাডি :( আবেগে আবেগে...... :(
Posted on: Thu, 25 Dec 2014 13:46:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015