কল অফ ডিউটি গেমস টা কেউ - TopicsExpress



          

কল অফ ডিউটি গেমস টা কেউ পছন্দ করে আবার কেউ করে না।যাইহোক সেটা মূল বিষয় না আসি ইতিহাস নিয়ে ৯৯ সালে কল অফ ডিউটি ১ পাবলিশড হয়।তখন গ্রাফিক্সের এতো বালাই ছিলো না।সাধারন মানের গেম প্লে।কিন্তু সেইসময়ে মন জয়ের জন্য যথেষ্ট ।সেটা অবশ্য ১ম বিশ্ব যুদ্ধের সময়কার কাহিনী নিয়ে বানানো।এরপর ২ ও ৩ বানানো হয় ১ম ও ২য় বিশ্বযুদ্ধ নিয়ে। এরপর আসে বড় মাপের চমক।অসাধারণ গ্রাফিক্স ,গে প্লে ও কাহিনী তে নজর দেয়। ফলাফল কল অফ ডিউটি মর্ডান ওয়ারফেয়ার। এবং বড় মাপের চরম এখানেই।শেষ হলো কিন্তু আসলে শেষ হলো না এমন অবস্থা। এক কথায় ঝুলিয়ে রাখা। এরপর cod 5 পাবলিশড। সেটা অবশ্য ২য় বিশ্বযুদ্ধের সময়কার। যেহেতু cod মর্ডান ওয়ারফেয়ারের শেষে ঝুলিয়ে রেখেছিলো তাই পাবলিশড করলো cod mw 2 ।এটার শেষেও সেইম কাহিনী আবারো ঝুলিয়ে রাখা।এরপর আনলো ভিন্ন কাহিনী black ops যথারীতি cod সিরিজ মজা নেওয়া শুরু করলো।গেমটা শেষে মনে হতে লাগলো কোথায় জানি বাকি আছে।এরমাঝে cod mw সিরিজের ৩য় পার্ট বের করলো।বলা যায় এখানে ফিনিশিং আছে।কারন গেমের শেষে সিরিজের ইতি টানার মতো ফিনিশিং টা আসে। cod black ops 2 ও cod mw সিরিজের মতো ফিনিশিং লাইন এক কথায় টেনে দেয়।কিন্তু cod ফ্যানরা কি বসে থাকবে???ফলাফল নতুন কাহিনী নিয়ে বানালো cod ghost তবে সবচেয়ে বড় শকিং ছিলো এটার শেষের টুকু :( মানে নতুন গেমস আসবে।হয়তো গেমারদের মনে ধারনা ছিলো সেটা এ বছর বের হবে।না বের হয়নি তবে ভবিষ্যৎ এ কাহিনী নিয়ে বানানো হয় cod aw । এই হলো সব সিরিজ নেক্সট বছর মে বি ghost এর সিকুয়াল আসবে।শিওর না।
Posted on: Fri, 21 Nov 2014 18:24:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015