কষ্ট করে গল্পটি - TopicsExpress



          

কষ্ট করে গল্পটি পরবেন একটি ছেলে একটি মেয়েকে দেখে দারুন ভাল লাগলো সারা রাত ছেলেটি ঘুমাতে পারলো না,সকাল বেলা ঘুম থেকে ওঠে মেয়েটির বাসার সামনে গিয়ে দাড়িয়ে থেকে ছোট্র একটি ছেলেকে পাঠিয়ে দিলো মেয়েটিকে ডেকে আনতে মেয়েটি আসলো ছেলেটি সরাসরি বললো আমি তোমাকে ভালবাসি । মেয়েটিও সরাসরি না করে দিলো ছেলেটি বললো ঠিক আছে, আমি তোমার,বাসার সামনে ১০০দিন তোমার জন্য অপেক্ষা করবো এর মধ্যে যদি আমাকে বুঝতে পারো তা হলে আমার কাছে ফিরে আসবে মেয়েটি ভিতরে চলে গেলো । ছেলেটি অপেক্ষা করা শুরু করলো । ৯৯দিনের দিন পর মেয়েটি বাসার বাহিরে এলো কিন্তু ছেলেটিকে দেখতে পেলো না । দারোয়ানের কাছে ছেলেটির দেয়া একটি চিঠি পেলো । # নীলিমা আমি যানি তুমি আমার কাছে ফিরে আসবে আমি যেদিন থেকে তোমার জন্য অপেক্ষায় ছিলাম ঠিক তার ১মাস পর তোমার পাশের বাসার একটি মেয়ে বৃষ্টিতে আমার মাথায় ছাতা দরতো আমার জন্য খাবার আনতো রাতে খুব শীতে আমার জন্য চাদর আনতো তুমি দেখনি কারন তুমি ছিলে কম্বলের ভিতর । আজ আমি সত্যিকারের ভালবাসা পেয়ে গেছি, তাই চলে গেলাম । মেয়েটি চিঠি পরে চোখের জলে চিঠি ভিজে গেলো valo lage share korben please
Posted on: Tue, 09 Dec 2014 07:35:54 +0000

Recently Viewed Topics




© 2015