কষ্টের চোরাবালি Written By Nil Shirt - TopicsExpress



          

কষ্টের চোরাবালি Written By Nil Shirt (Çârñìvâl Ôf Râìñ) ১২ অক্টোবার, সকাল ১০টা। ঘুম থেকে উঠলো রিহান, খুব মন খারাপ তার। আজ একটা বিশেষ দিন। কিন্তু তার সেই বিশেষ মানুষটাই নাই। ঘুম থেকে উঠেই ল্যাপটপ টা অন করলো। এটা রিহান এর নিত্যদিনের অভ্যাস। গান ছেড়ে দাঁত ব্রাশ করা, চা পান করা, সাথে একটা সিগারেট ধরানো,ব্রেকফাস্ট করেনা। দুপুরে খেলে খাবে, না খেলে নাই। সারাদিনে বেশি হলে দুইবেলা খাবে। এভাবেই আজ অনেকটা দিন ধরে চলছে। ল্যাপটপ টা অন করে গান ছেড়ে রিহান দাঁত ব্রাশ করতে গেল। রিহান এর আম্মু জিজ্ঞাসা করলো, নাস্তা দিবো? রিহান কিছুই বল্লনা। রিহান এর মা বললো ছোটো ছিলি ভালো ছিলি, মেরে মেরে খাওয়াতাম, এখন বড়ও হয়ে গিয়েছিস, কিছু বল্লেই একদম চুপ চাপ হয়ে যাস। কারও সাথেই কথা বলিস না। রিহান এর বড় ভাই বলে উঠলো, ওকে মানসিক ডাক্তার দেখানো উচিত। রিহান কিছুই না বলে নিজের রুমে চলে গেল। রিহান ভাবছে, আমার মাঝে কি চলছে, সেটা আমি আর আমার আল্লাহ্‌ ছাড়া কেওই বুঝতে চায়না। সেটা যদি তারা বুঝতো? রিহান তার রুমে দরজা বন্ধ করে দেয়, ভাবছে আজ সারাদিন সে কিছুই খাবেনা। সারাটা দিন সে বাসার এই রুমেই থাকবে। কিছুক্ষণ পর রিহান নিচে গেল সিগারেট আন্তে, দোকানে এলাকার কিছু ছোটো ভাই কে দেখলো। তারা রিহান কে দেখে সিগারেট লুকিয়ে ফেলল। তাদের মধ্যে একজনের নাম ছিলো টিটু, সে রিহান কে বললো, ভাইয়া ভালো আছেন? চা খান? রিহান কিছুই না বলে সিগারেট নিয়ে বাসার দিকে যাচ্ছে। পথে নীহার সাথে দেখা। নীহা বলল, কেমন আছেন ভাইয়া? আপনাকে খুব কম দেখা যায় আজকাল। আম্মু আপনার কথা জিজ্ঞাসা করেছিল। দেখা হলে আপনাকে বাসায় যেতে বলতে বলেছিল। রিহান কোনো উত্তরি না দিয়ে নিহা কে পাশ কাটিয়ে বাসার দিকে চলে গেল। নীহা মনে মনে ভাবতে লাগলো, এত ভাব দেখায় কেনো ছেলেটা? হুহ্ করে একটা মুখ ভেংচে দিলো। রিহান বাসায় যেয়ে বড় একটা ফ্লাস্কে কফি বানিয়ে রুমে ঢুকে গেল। ২প্যাকেট সিগারেট আর এই এক ফ্লাস্ক কফি আজ তার সারাদিনের খাবার। সন্ধা ৬টা। রিহান রুম থেকে বের হল দোকানে যাওয়ার জন্য। সে একটা ছোটো কেক এর অর্ডার দিয়ে রেখেছিল আগেরদিন। সে সেই দোকানে গেল কেক টা আনতে। দোকানদার বললো ভাই, কার বার্থ ডে? নাম টা বলেন? উপরে লেখেদি। রিহান বলল, কতো টাকা আসছে? দোকানদার বলল, ভাই টাকা তো গতকাল ফুল পেইড করে দিয়েছিলেন, মনে নাই? কেক এর উপর কার নাম লেখব সেটা বলেন? রিহান কিছুই বল্লনা। পাশ থেকে একটা প্যাকেট নিয়ে সেখানে কেক টা রেখে চলে গেল বাসার দিকে। দোকানদার হা করে তার দিকে চেয়ে থাকল। বাসায় এসে রিহান ফুল সাওন্ডে গান ছেড়ে দিলো। যাতে তার কান্নার চিৎকার কেও শুনতে না পায়। হ্যাঁ, আজ রিহান এর ভালোবাসার মানুষটার জন্মদিন। কিন্তু আজ সে নেই, সে আজ থেকে ৪ বছর আগে না ফেরার দেশে চলে গেছে। রিহান তাকে আজো ভুলতে পারেনি। সেই থেকে রিহান প্রতি বছর এভাবে একা একা তার ভালোবাসার মানুষটার জন্মদিন পালন করে আসছে। রিহান কেক টা সামনে নিয়ে চিৎকার করে কাঁদতে থাকে, তার সেই কান্নার আওয়াজ Judas Priest এর Beyond The Realms Of Death এই গানটার সাউন্ডে ঢাকা পরে। কেওই তার কান্নার আওয়াজ শুনতে পেল না। কিভাবে শুনবে? রিহান যে অনেক বড় অভিনেতা।
Posted on: Tue, 13 Jan 2015 05:25:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015