" কষ্টগুলো কেন যেন কখনই - TopicsExpress



          

" কষ্টগুলো কেন যেন কখনই পুরোপুরি হারিয়ে যায় না, মুছেও যায় না । মনের গভীরে, স্মৃতির অতলে কোন এক অন্ধকার প্রকোষ্ঠে তারা ঠিক-ই আশ্রয় খুঁজে নেয়। সময়ের সাথে তাতে ধূলি জমে...হয়ত খানিকটা রঙ-ও হারায়। কিন্তু প্রয়োজনে-অপ্রয়োজনে ঠিকই নাড়া দিয়ে যায়। জানান দিয়ে যায় তাদের অস্তিত্ব, সাথে আমারটাও। বেঁচে থাকুক ওরা । ওদের নিয়েই বেশ ভালো আছি । একে অপরের সাথে বাঁধা পড়ে আছি নিজেদেরই প্রয়োজনে । Long Live Memories !! .....From this day forward, for better or for worse, for richer or for poorer, in sickness and in health, I will love and cherish you all until death do us apart ! "
Posted on: Fri, 28 Jun 2013 20:27:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015