কুরআন পোড়াতে গিয়ে - TopicsExpress



          

কুরআন পোড়াতে গিয়ে কুলাঙ্গার পাদ্রি টেরি জোন্স আটক!!!! পবিত্র কুরআন পোড়ানো মার্কিন পাদ্রি কুলাঙ্গার টেরি জোন্সকে আটক করেছে আমেরিকার পুলিশ। নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার বার্ষিকী উপলক্ষে সে এবার কুরআন শরীফের ৩,০০০ কপি পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এ জঘন্য কাজ করার আগেই ফ্লোরিডার পুলিশ গতকাল (বুধবার) তাকে আটক করেছে বলে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে। ৬১ বছর বয়সী এ বিতর্কিত পাদ্রিকে টাম্পার কাছে মালবেরি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে অবৈধভাবে পেট্রোল বহন এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। টেরি জোন্সকে বহনকারী পিকআপ থেকে বহু সংখ্যক পেট্রোলের বোতল ও কুরআনের কপি উদ্ধার করা হয়। সিরিয়া ইস্যুতে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে যখন প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে এবং সিরিয়ায় মার্কিন সামরিক হামলা নিয়ে নানা জল্পনা-কলপনা চলছে তখন টেরি জোন্স পবিত্র কুরআন পোড়ানোর কর্মসূচি নেয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে টেরি ২,৯৯৮ কপি কুরআন শরীফ পোড়াতে চেয়েছিল। কিন্তু কুরআন পোড়ানো শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করে পুলিশ। তার সঙ্গে সহযোগী পাদ্রি মারভিন স্যাপকেও আটক করা হয়। এর আগে টেরি জোন্স ২০১১ সালের ২০ মার্চ প্রথম পবিত্র কুরআনের কপিতে আগুন দেয়। তার প্রতিবাদে বিশ্বজুড়ে মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভ করতে গিয়ে শুধু আফগানিস্তানেই নিহত হয় ৩০ জন। #sis
Posted on: Thu, 12 Sep 2013 06:51:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015