ক্রিং ক্রিং ক্রিং - TopicsExpress



          

ক্রিং ক্রিং ক্রিং ..............ক্রিং ক্রিং ক্রিং .............. . : হ্যালো , : হ্যালো নিরব ! : হুম রিয়া , কী বলবে বল ! : কী বলব মানে ?? তুমি জানো না আজকে আমাকে বরপক্ষ থেকে দেখতে আসছে ??? : হুম জানি তো ! বাট তাতে কী হয়েছে ?? : কী হয়েছে মানে ?? তুমি কী কখনো একটু সিরিয়াস হবে না ! : এতে সিরিয়াস হওয়ার কী আছে ?? বরপক্ষ দেখতে আসছে ভালো কথা ! খুব ভালো করে সাজো ! আচ্ছা শাড়ি পরবে নাকি সালোয়ার ?? যাই পর একটা সেলফি তুইলা ফেসবুকে আপলোড দিও কিন্তু ! ওকে ?? : দেখ , ফাজলামি টা এখন একটু রাখ ! চলো না আমরা দুজন পালিয়ে যাই ! : পালিয়ে গিয়ে কী করব ?? : কী করব মানে ? তুমি আর আমি অনেক দূরে গিয়ে সুখে ঘর করব ! :দূর পাগলী ! এগুলা কেউ করে নাকি ?? এগুলা তো হিন্দি ফিল্মে হয় , রিয়েল লাইফে এগুলা পসিবল না ! তাছাড়া পালিয়ে গেলে তোমার বাবা মা অনেক কষ্ট পাবে ! সাখে আমার বাবা মা ও ! তার চেয়ে বরং তুমি তোমার বাবা মার পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নাও ! আর তোমার বিয়েতে আমাকে ইনভাইট করো কিন্তু ! পেটপুরে খাবো ! : বাট তোমার আর আমার এই ৫ বছরের রিলেশান ! তার কী হবে ?? [ কান্নামিশ্রিত স্বরে ] : কিছুই না ! জাস্ট সিম্পল ! ব্রেক আপ ! : ব্রেক-আপ ??? কথাটা তুমি বলতে পারলা ?? : এছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই !! আর রিয়া আমি একটু বিজি ! আমি তোমাকে পরে কল করছি ! বাই ! টুট .. টুট .. টুট .. . ফোনটা রেখে দিয়েছে নিরব ! রিয়া নিজের মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বালিশে মুখ চেপে কাঁদছে ! কাঁদতে কাঁদতে বালিশটা প্রায় ভিজিয়ে ফেলেছে ! . 3 hours passed !! . রিয়া নীল রংয়ের একটা শাড়ি পড়ে বরপক্ষের সামনে একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে ! হঠাত্ ওর হাতে থাকা মোবাইলটা কেঁপে উঠল ! মোবাইলের দিকে তাকাতেই দেখতে পেল নিরবের ম্যাসেজ ! ও ম্যাসেজটা ওপেন করল - . কী জানপাখী , মাথা নিচু করে এদিক ওদিক কী দেখো ? এতো লজ্জা পাওয়ার কী আছে ? একটু উপরেও তাকাও ! তোমার লজ্জামাখা মিষ্টি মুখ টা একটু দেখি ! . রিয়া একটু বিস্মিত হয়ে উপরের দিকে তাকাতেই প্রায় হাজার ভোল্টেজ এর মতো শক খেল ! ওর সারা শরীর দিয়ে এক শীতল স্রোত নেমে গেল ! ও ওর নিজের চোখকেই বিলিভ করতে পারছে না ! যে ছেলেটা ওকে দেখতে আসছে ও আর কেউ নয় ! ও রিয়ার সবচেয়ে কাছের মানুষটি , নিরব ! যাকে রিয়া তার নিজের চেয়েও বেশী ভালবাসে ! রিয়ার দু চোখ দিয়ে গাল বেয়ে টপটপ করে পানি পরছে ! না , রিযা এ চোখের জল মুছবে না ! কারণ এ অশ্রু যে আনন্দের , সুখের , তৃপ্তির ! এ অশ্রু যে ভালবাসার মানুষটিকে কাছে পাওয়ার !! . বি দ্র :- ভালোবাসা সবসময় মানুষকে কষ্ট দেয় না ! কিছু কিছু লাভ স্টোরির হ্যাপি এন্ডিং ও হয়ে থাকে ! . Written By : কাব্যপ্রেমী সন্দীপ (Himu/ Post: Az)
Posted on: Sat, 08 Nov 2014 04:43:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015