কয়েক জন মনিষির বানি 1) - TopicsExpress



          

কয়েক জন মনিষির বানি 1) পৃথিবীতে প্রেম ছাড়াও করার মত অনেক কাজ আছে। আর ধরে রাখার মতও আরো অনেক সম্পর্ক আছে। 2) যে আমাকে কুৎসিত দেখে ভালোবাসলোনা আমাকে সুন্দর ভেবে সে ভালোবাসতে পারেনা। আমাকে মূর্খ ভেবে যে গ্রহণ করলোনা আমাকে পন্ডিত ভেবে সে গ্রহণ করতে পারেনা...! ____ ফাল্গুনী মুখোপাধ্যায় 3) তুমি একটা খারাপ কাজ করেছো তার মানে তুমি একজন মানুষ, তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত তার মানে তুমি একজন ভাল মানুষ। ---- হুমায়ূন আহমেদ 4) প্রতিটি ভূল থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ । 5) আর কতো পুড়লে সোনা হবে এ দুই পোড়া নয়ন? 6) সর্বপরি,আমি মানুষ বুঝি,মানুষ হত্যা না। 7) “Im selfish, impatient and a little insecure. I make mistakes, I am out of control and at times hard to handle. But if you cant handle me at my worst, then you sure as hell dont deserve me at my best.” ― Marilyn Monroe 8) Take a deep breath, Its just a bad day not a bad life! 9) Live and let live (বাঁচো এবং বাঁচতে দাও ) 10)There are no regrets in life, just lessons. 11) Lets think better! 12) I choose to live not just exist....! 13) Leave or live with it... 14) When there is love,there is no logic.....when u find logic in love be sure u r not in love dear! (self made)
Posted on: Fri, 09 Jan 2015 21:15:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015