কয়েকটি সম্পূর্ণ ভুল - TopicsExpress



          

কয়েকটি সম্পূর্ণ ভুল ধারণা মোটা মানুষ সম্পর্কে আমরা প্রায় বেশির ভাগ মানুষই মানুষকে বিচার করি তাদের শারীরিক গঠন দেখে। এই মনোভাব দেখা যায় আগের প্রজন্ম এর মধ্যে। তবে সমাজে মোটা মানুষদের নিয়ে অনেক কটূক্তি করা হয়। মোটা মানুষরা আমাদের সমাজে এমনিতেই উপেক্ষিত, তার ওপরে এসব ভুল ধারণা। এই সব ধারণা আমরা না জেনেই করি। মোটা মানুষদের নিয়ে কয়েকটি ভুল ধারণা যেমনঃ ১) বেশি খাওয়া ঃ অনেকে বেশি খাওয়ার জন্য মোটা হয়। তবে বেশির ভাগ মোটা মানুষ বংশগত ভাবে মোটা হয়। একজন চিকন মানুষ ও অনেক খায়। কিন্তু মোটা মানুষ বেশি খায় এইটা ভুল ধারণা। ২) অলস হয় ঃ হ্যাঁ ! অনেকে শারীরিক গঠন এর জন্য অলস হয়। কিন্তু একজন চিকন মানুষ ও অলস হতে পারে। তাই এইসব ভুল ধারণা ঝেরে ফেলুন। ৩) বুদ্ধি মোটা ঃ মোটা মানুষের নাকি বুদ্ধি মোটা হয়। একজন মানুষের বুদ্ধিবৃত্তি তার মস্তিষ্কের গঠনের ওপর নির্ভরশীল। তা এটি সম্পূর্ণ ভুল ধারণা। ৪) কেউ আকর্ষিত হয় না ঃ সিক্স প্যাক দেখলে সবাই আকর্ষিত হয়। কিন্তু এইটা পুরাই ভুল ধারণা। একজন ভাল মানুষ আসলেই আকর্ষিত হয় একজনের পারসোনালিটি দেখে ।
Posted on: Sun, 07 Sep 2014 05:41:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015