কয়েকদিন ধরেই হোম পেজে - TopicsExpress



          

কয়েকদিন ধরেই হোম পেজে অনেক গুলো মানুষের পোস্ট এ একটা শব্দ দেখছি... #আলো_আসবেই ... ... আলোটা কি কিংবা কারা আলো আনবে এমন কিছু প্রশ্ন মনের মধ্যে বারবার উকি দিচ্ছিলো।। অবশেষে গতকাল দেখলাম, Lighter নামে এরা যাত্রা শুরু করেছে। সবাইই কাছের ভাই-ব্রাদার। এতোদিন নানা প্লাটফর্মে কাজ করেছে, আজকে এর ক্যান্সার, কাল পথশিশুদের স্কুল, পরশু শীতবস্ত্র নিয়ে। এদের সবাই এখন একটা কমন প্লাটফর্মে এসেছে জেনে ভালো লাগলো... ... হুট করে আলাদীনের চেরাগ ঘষে দৈত্য বের হয়ে আমাদের অবস্থার পরিবর্তন করে দিয়ে যাবে না। নিজেদের কাজ নিজেদেরকেই একটু একটু করে করতে হবে। ...গতকাল রাতে তাদের বিস্তারিত প্লান শুনলাম। চারদিকে এতো হতাশার সংবাদের মাঝেও কিছু মানুষ স্বপ্নের পিছে ছুটে চলে নিরন্তর... ... ওরা শুরু করেছে সারা দেশ থেকে ভলান্টিয়ার সংগ্রহ। সত্যি বলতে, ভলান্টারি কাজে প্রোগ্রাম নামাতে বেশি ভলান্টিয়ার লাগে না। ফ্রন্টে ৮-১০ জন, আর হেল্পিং হ্যান্ড হিসেবে ১৫-২০ জন ডেডিকেটেড ছেলে পেলে থাকলেই অনেক কাজ করা যায়। কিন্তু কাজগুলোর মাহাত্ত চারদিকে ছড়িয়ে দিয়ে আরো ১০ জনকে যদি সামাজিক কাজে উদ্বুদ্ধ করতে না পারেন, তবে আপনি ব্যর্থ... ...যাক, লাইটার এর মোটো লাইন আলো আসবেই... ওরা ভলান্টিয়ার সংগ্রহ শুরু করেছে একটি ফরম পুরনের মাধ্যমে। আবার, ফর্ম পুরন করলেই যে আপনি ভলান্টিয়ার হতে পারবেন, তার ও নিশ্চয়তা নেই। আবেদনকারীদের সবার সাথে ২ মিনিট করে ফোনে কথা বলা হবে, বেশ কিছু বিষয়ে আলোচনার পরে নির্দিষ্ট গ্রুপে এড করা হবে... :) ...চাইলে আলোর মিছিলে যোগ দিতে পারেন আপনিও। একজন স্বেচ্ছাসেবী হতে চাইলে নিচের ফর্মটি ফিল-আপ করে ফেলুন। ফর্মের শুরুতে নীতিমালাগুলোও পড়ে নিতে ভুলবেন না যেন! লিংক- https://docs.google/forms/d/1CoSpvpqNhG-JA6NBrRXLwrtsKnDXs2TJ_YXZGcGpryE/viewform আমাদের বাংলাদেশ তো আমাদেরকেই গড়তে হবে, তাই না? পরিশিষ্টঃ আমরা- আমি, আপনি, সবাই।
Posted on: Mon, 01 Sep 2014 09:32:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015