কয়েকদিন যাবত সব চাইতে - TopicsExpress



          

কয়েকদিন যাবত সব চাইতে বেশী যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে :- রনি/বন্ধু হঠাৎ করে এত neutral/normal হয়ে গেলি কেন?? #___এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে হুমায়ূন আহমেদ sir এর একটা বিখ্যাত উক্তি খুব বলতে ইচ্ছে করছে:- যখন একা থাকার অভ্যাস হয়ে যায়ঠিক তখনি স্রষ্টা কিছু মানুষের সন্ধান দেন যখন তাদেরকে নিয়ে ভাল থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয় — হুমায়ূনআহমেদ _______________® - # এখন আসি সেই প্রশ্নের বেপারে-- #যদিও এই প্রশ্নের আশানুরূপ উত্তর কেওই আমার কাছ থেকে পায় না.কিন্তুু একটা কথা প্রায়ই মনে পরে, সবসময়ই ( @ ) তাই আমায় একটা কথা বলত রনি কলজে ত আরও অনেক সাধারণ ছেলেরা পড়াশোনা করে‚ তারা কলেজে আসছে, ক্লাস করছে আবার ছলে যাচ্ছে ..তাদের ত কারো সাথে কোন সমস্যা হয় না, তাইলে তোমার কেন এত্ত ঝামেলার সাথে ঝরাতে হয়? কি দরকার এত ক্ষমতার আর এত ঝামেলার? সাধারণ ভাবে কি চলা যায় না??? ---(@) তাই এই কথা গুলো বলত আর অনেক রাগ হত আমার প্রতি..আমি তখন রাগের কারণ টা বুঝে ও না বুঝার ভান করতাম.… ______________(A) - # এখন (@) তোমার এই কথা গুলা খুব বেশি miss করি … মাঝে মাঝে ভাবি যদি কয়েকটা দিন আগে বুঝতে পারতাম তাহলে জীবনটা আরও অনেক বেশি সুখের হত...যদিও ভাল পরামর্শ সবসময়ই ভালো কিন্তুু কিছু দিন আগে বুজতে পারলে লাভের পাল্লাটা একটু বেশী ভারিথাকত.… … #আজকে হুমায়ূন আহমেদের একটা কথা খুব বেশি মনে পরছে~~~~ কখনো কখনো ভুল স্বীকার করে sorry বলাটাকে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলে মনে হয়। কিন্তু এই sorry বলতে পারাটাই ভালোবাসার মতো দামী একটা সম্পর্ককে বাঁচানোর জন্য পৃথিবীর সবচেয়ে সহজ কাজ
Posted on: Thu, 28 Aug 2014 11:34:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015