খবরঃ বাংলাদেশ সরকার - TopicsExpress



          

খবরঃ বাংলাদেশ সরকার প্রস্তাব করেছে যে ফেসবুকে নতুন আইডি খুলতে গেলে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা যায় কিনা তা খতিয়ে দেখতে। :P ইহা কোন ধরণের প্রস্তাব তাহা আমার পক্ষে কস্মিনকালেও বুঝিতে পারা সম্ভবপর হইপে না! তবে একটা কথা ঠিক আমাদের নীতিনির্ধারকের প্রযুক্তি বিষয়ে জ্ঞানের কিঞ্চিৎ অভাব হলেও তারা আমাদের ভালোমন্দ নিয়ে অনেক চিন্তিত। এটা অবশ্যই সাধুবাদের যোগ্য। :D তবে এর পরিবর্তে আরও বেশ কিছু সম্পূরক প্রস্তাব আনা যেতে পারে যা অতি সহজে বাস্তবায়ন করা সম্ভব। :P জাতীয় পরিচয়পত্রের ছবি সবার প্রোফাইল পিকচার হিসাবে বাধ্যতামূলক করা যেতে পারে। বিশেষ করে সুন্দরী মেয়েদের। এতে করে তাদের ফ্রেন্ড রিকুয়েস্ট আসা কমে যাবে এবং ফলোয়ার সংখ্যাও উল্লেখজনক হারে হ্রাস পাবে! :P জাতীয় পরিচয়পত্রের ছবি ব্যবহার করলে ফেক আইডির সংখ্যা কমে যাবে। এতে করে নিরীহ ছেলেরা ধোঁকা খাবে না। আর যদি কেউ এই ছবি দিয়ে ফেক আইডি খুলেও ফেলে তাতে করে কেউ ফ্রেন্ড রিকুয়েস্ট দিবে না আর প্রেমও করতে চাইবে না! :P তবে আমার ফ্রেন্ডলিস্টে এমন কিছু ফ্রেন্ড আছে যারা এই প্রস্তাবের বিপক্ষে আমরণ অনশন করতেও প্রস্তুত! আহেম আহেম! নাম প্রকাশ করলুম না! :P
Posted on: Thu, 24 Oct 2013 15:31:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015