খবরের কাগজে ছোট একটা - TopicsExpress



          

খবরের কাগজে ছোট একটা সংবাদ সবার চোখ এড়িয়ে গেছে। ডিসেম্বর মাসে যখন জামায়াতে ইসলামীর নৃশংস তাণ্ডব একটা ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে, ঠিক তখন গাইবান্ধার আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা এক সাথে বসে আলাপ আলোচনা করে ঠিক করলেন- তারা জামায়াতে ইসলামীকে পরিত্যাগ করে এক সাথে থাকবেন। সেই থেকে তারা এক সাথে আছেন এবং তাদের উপশহরে তখন থেকে কোনো ভায়োলেন্স নেই। সারাদেশে যখন একটা জটিল সময়ে হিমশিম খাচ্ছে, সারা পৃথিবী থেকে বড় বড় লোকজন হরতাল অবরোধের মাঝে ঢাকা এসে ছোটাছুটি করছেন। লেখাপড়া বন্ধ, যোগাযোগ বন্ধ, বাড়ি-ঘর পোড়ানো হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, তখন একটা উপশহরে রাজনৈতিক নেতারা পাশাপাশি বসে আলাপ আলোচনা করে তারা সমাধান করে ফেললেন। সমস্যাটি যত জটিল সমাধানটি ঠিক তত সহজ। একাত্তর সালে যে দলটি বাংলাদেশকে চায়নি, বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এই দেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নেই। অন্য যারা আছে তারা পাশাপাশি রাজনীতি করবেন। কেন্দ্র থেকে তাদের যে কর্মসূচি দেয়া হয় তারা সেটা পালন করবেন, কেউ কাউকে বাধা দেবে না। খুবই সহজ সরল একটি মডেল, তাদের জন্যে কাজ করেছে সারা বাংলাদেশের জন্যে কেন কাজ করবে না? আমি পত্রিকার সম্পাদক নই, যদি পত্রিকার সম্পাদক হতাম তাহলে আমার পত্রিকায় বড় বড় করে এটা ছাপাতাম। সবাইকে বলতাম, এই দেশের সমস্যা সমাধান করার জন্যে বাইরের দেশের সাদা চামড়াদের দরকার নেই। আমাদের দেশের মানুষেরাই আমাদের দেশে এর সমাধান করতে পারে। বিষণ্ণ বাংলাদেশ - Muhammed Zafar Iqbal
Posted on: Thu, 02 Jan 2014 18:19:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015