♦ খবর-১ঃ এইচএসসি - TopicsExpress



          

♦ খবর-১ঃ এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের জন্য বিরোধীদল দায়ীঃ প্রধানমন্ত্রী। [বুবু,সব জায়গায় বিরোধীদলের ষড়যন্ত্র না খুঁজে একটা সত্যি কথা বলেন তো- ৫ টি সিটি কর্পোরেশনের নির্বাচনে জনগন আপনাকে ভোট না দেয়ায় যেভাবে বিদ্যুৎ বন্ধ করে আপনার উন্নতি দেখাতে চাইছিলেন। এবার এইচএসসি পরীক্ষার্থীদের ইচ্ছা করে কম পাস করিয়ে আপনার সরকারের শিক্ষাখাতে উন্নতি দেখিয়ে দিলেন না তো ? নাকি ফকিন্নীর পোলারা যাতে ভাল রেসাল্ট করে ভাল জায়গায় ভর্তি এবং জব না পেয়ে চেউচেউ করতে না পারে সেই জন্য এই ব্যবস্থা ??] ♦ খবর-২ঃ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই কে ঘুষ দিয়ে বাংলাদেশের এক শীর্ষ স্থানীয় বিরোধী দলের নেতার (এখনো তার নাম নিশ্চিত করা যায়নি) বিরুদ্ধে গোপন নথি প্রস্তুত করে তার এবং তার পরিবারের ক্ষতিসাধন করার অভিযোগে রিজভী আহমেদ সিজার নামে এক বাংলাদেশী সহ তিনজন গ্রেফতার। [কাহিনী টা যেহেতু আমেরিকায় ঘটছে,সুতরাং এটার কলকাঠি যে ভাইগ্না নাড়িতেছিল সেটা নিশ্চিত করেই বলা যায়। ভাবছিলাম-ভাইগ্না একটা গনতান্ত্রিক দেশে লেখাপড়া করেছে,বড় হয়েছে। তাই সে বুঝি এসব ষড়যন্ত্র-টড়যন্ত্র করতে বোঝেনা। এখন দেখি সে মায়ের চাইতেও এক কাঠি সরেস !!] ★★মন্তব্যঃ আজকের এই দুইটা ঘটনার তুলনা করে সবাই বুঝে নেন,কারা ষড়যন্ত্র করে।
Posted on: Sat, 03 Aug 2013 12:13:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015