খুব একটা ভাল নেই; - TopicsExpress



          

খুব একটা ভাল নেই; :( অন্ধকারে রাতের আকাশে মেঘের আড়ালে তারা দেখা হয় না এখন আর। দোস্তো এইটা না সেইটা, দোস্ত চা খাওয়াবি চল, দোস্ত চল আজকে ঘুরি ক্লাস ভাল্লাগেনা, দোস্ত চল খেলি এই সবকিছু কেমন একটা বিলীন হয়ে গেছে। রোজ যাদের সাথে দিনের অধিকাংশ সময়টা কাটাতাম তারা এখন সবাই অনেক দূরে, সবার সাথে জড়িয়ে থাকা এটিচুড গুলো ছোট বেলার আয় আয় চাদ মামা টাইপ হয়ে গেছে, চাদ দেখলেই যেমন কবিতাটা মনে পড়ে ঠিক তেমন। :( সকালবেলা ঘুম দিয়ে ওঠা নিয়েও এখন কারও মাথা ব্যাথা নেই। সন্ধ্যাবেলা আযানের পরে ঘরে আসলেই ভাবতাম আজকে কপালে ভোগ আছে। ;) আর এখন রাত ১২ টায় নক করলেও কারও কোন অভিযোগ থাকেনা। :3 কেন?? :O :O আমি কি অনেক ভাল হয়ে গেছি??? নাকি টোটালি স্পয়েলড! ! ??? যদি ভাল হয়ে যাই তাহলে এই ভালোর কোন দরকার নাই। I need to wake up just like i waked up in the morning in my childhood .. :) :) :) আর যদি স্পয়েলড হয়ে থাকি তাহলে অনেক হয়েছে এখন জাস্ট স্টপ হতে চাই। :( একটি অবাধ্য জীবনের স্বাভাবিক অপমৃত্যু। :( :( হঠাত্ কখনো মনের অলিগোলি একটি ধারালো ছুরি কিংবা তিন শিশি সায়ানাইড,ব্যাছ! কোনো এক রাশপূর্ণিমাতে শীত-শীত কাঁথামুড়ি রাতে সকলের অজান্তে ধমনী কেটে, পেটে ছুরি গেঁথে নাড়িভুড়ি উল্টিয়ে, মেঝেতে থকথকে রক্ত আর নিথর দেহে নীলমাছির আনাগোনা। কিংবা তিন শিশি সায়ানাইড এক পেয়ালা চায়ে মিশিয়ে; আহ্!কী শান্তি তখন! এমনও হতে পারে - কোনো এক পড়ন্ত গোধুলী, দিনের শেষ আলো ঘুলঘুলি বেয়ে ফ্যাকাশে হলদে দেয়ালে ঠোঁটে জ্বলন্ত গোল্ডলিফ লিটারখানেক অক্টেন ঢেলে; আহ্!কী শান্তি তখন। জীবন শেষ হবে হস্তমৈথুনের মতন, দূর্গন্ধ সমাজ পড়ে রবে মৃত শিশ্নের ডগায়। :( :( i need to come down... i need .... plz someone help me....plz!! plz give me another chance I wanna grow up once again ....... :( :(
Posted on: Sun, 09 Nov 2014 13:18:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015