খুব খুব ক্লোজ একজন - TopicsExpress



          

খুব খুব ক্লোজ একজন বন্ধুর জন্মদিন ৫ অগাস্ট। আমি কবিতা লিখি না, বা ছন্দ বুঝিনা, তবুও তাকে উইশ করবার জন্যে একটু কিবোর্ড টাকে খোচালাম। বন্ধু কিছু লিখতে চেষ্টা করেছিলাম। হয়নি। ভালো থাকিস। সময় সব কিছু বদলে দেয় জানিস তো?? ঘড়ির কাটা যেমন টিক টিক করে তার অক্ষ বদলে ছুটে চলে তেমনি জীবন ছুটে চলে থেমে থাকেনা কারো জন্যেই সেই তোর ছুটে চলা জীবনের চলার বাকে এক ক্লান্ত দর্শক ঘড়ির কাটা হারিয়ে জীবনে থমকে গেছে জীবনের সীমা পরিসীমা বদলে যেমন তুই বদলে গেছিস তেমনি ক্ষুদ্রাতিখুদ্র পরিধির জীবন যাকে কিনা তোরা বিন্দু বলিস সেই বিন্দু জীবনের সেই ক্লান্ত দর্শক তার বিন্দুর কুল খুজে পায়নি হারিয়ে ফেলেছে বহু আগেই। সেই কুলের সন্ধান আজ আর দর্শক করে না, কারন তার দেখা নাটিকার মূল চরিত্রের পরিণতি এতো উজ্জ্বল ছিলো যে তা দেখার বা কল্পনা করার সামর্থটুকুও বিধাতা সেই দর্শককে দেন নি। সেই দর্শকের হাজারো অভিবাদন কিংবা হাজারো শুভেচ্ছা তোর ব্যাস্ত জীবনের ঘড়ির সেকেন্ডের কাটার একটি স্পন্দন কেড়ে নেবেনা জানি তবুও তোকে শুভেচ্ছা, শুভ জন্মদিন!!!!!!!!!!!!
Posted on: Sun, 04 Aug 2013 17:12:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015