খুব সম্ভবত তখন আমি অষ্টম - TopicsExpress



          

খুব সম্ভবত তখন আমি অষ্টম শ্রেনীতে পড়ি ..... একদিন টিফিনে দেখি বন্ধু Zaied এক কোনে বসে একটা বই পড়ছে ... কৌতুহলী হয়ে কাছে গেলাম ... বইয়ের নাম "হিমু সমগ্র" ... লেখক "হুমায়ুন আহমেদ" ... ভাবলাম বইটা পড়া দরকার ... বইয়ের মালিক Adib এর অনুমতি নিয়ে বইটা নিলাম .... সেই থেকে শুরু ... নেশার মত হল ... হুমায়ূন আহমেদের বই এর কালেক্টর #Adib এর শরনাপন্ন হলাম ... #Zaied একটা করে বই নিত , ওর পড়া হলে আমি পড়তাম ... #অন্নদা পাবলিক লাইব্রেরী তো ছিলই ... বিমোহিত হয়ে তার বই পড়তাম ... হিমুর মত মহাপুরুষ হতে ইচ্ছা করত ... শুভ্রর মত বিশুদ্ধ মানুষ হতে ইচ্ছা করত ... ইচ্ছা করত মিসির আলীর মত রহস্যের জট খুলতে ... একটা বই পড়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত শান্তি পেতাম না ... বই কেনা শুরু করলাম ... বইমেলা মানেই হুমায়ূন আহমেদ .... কত রাত কেটে গেছে তার বই পড়তে পড়তে ... বৃষ্টি ও মেঘমালা বইটা পড়ে কতবার চোঁখে পানি এসেছে ... বাঘবন্দী মিসির আলী পড়ে কতবার পরিতৃপ্ত হয়েছি ... চলে যায় বসন্তের দিন পড়ে কতদিন খালিপায়ে রাস্তার পাশের কৃষ্ণচূড়া গাছ জড়িয়ে ধরতে ইচ্ছা করেছে ... কত রাত পাঠ্যবইয়ের মাঝে লুকিয়ে তার বই পড়তে গিয়ে আম্মার বকা খেয়েছি ... এখন আর বইমেলায় যাওয়া হয় না ... বই ও কেনা হয় না ... আমি টিভিতে কারও মৃত্যু সংবাদ দেখে জীবনে প্রথম কেঁদেছিলাম এই ১৯শে জুলাই ... হয়ত কোন এক নীল জোছনায় অথবা শ্রাবন মেঘের দিনে আপনাকে খুব মিস্ করবো স্যার ... অনেক স্বপ্ন ছিল স্যার , একদিন আপনার সাথে দেখা করব ... বলব "স্যার হিমুকে একটা কমদামী স্যন্ডেল দিয়েন" ... খালিপায়ে পিচের রাস্তায় হাঁটতে আসলেই অনেক কষ্ট ...............
Posted on: Thu, 18 Jul 2013 18:26:35 +0000

Recently Viewed Topics




© 2015