গাজায় ইসরাইলের - TopicsExpress



          

গাজায় ইসরাইলের বিমান হামলায় রোববার ভোরে আরো ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে দু’দিন আগে শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় নিখোঁজ ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে তেল আবিব জানিয়েছে। এর কিছু আগেই গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের জরুরী সেবা সংস্থাগুলো জানি ইসরাইলি হামলায় দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে নয়জন ও গাজার মধ্যাঞ্চলে তিন জন নিহত হয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানায়, শুক্রবার সংঘর্ষের সময় জঙ্গিদের হাতে আটক ইসরাইলি সেনা হাদার গোল্ডিন (২৩) নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হামাস ও ইসরাইলের ৭২ ঘণ্টার অস্ত্রবিরতি ভেঙ্গে পড়েছে বল এর আগে গত শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী দাবি গোল্ডিন গাজায় হামাস যোদ্ধাদের হাতে আটক হয়েছে। তবে হামাসের সামরিক শাখা নিখোঁজ সেনাকে আটকের দাবি অস্বীকার করে বলেছিল, ওই ইসরাইলি সেনার অবস্থান সম্পর্কে তারা কিছু জানে না। হামাসের সামরিক শাখা জানায়, যে এলাকায় ইসরাইলি সেনা আটক হয়েছে বলে দাবি করা হয়েছে কিছু যোদ্ধাদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরাইলি বিমান হামলায় সেখানকার যোদ্ধারা ও সম্ভবত গোল্ডিন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরাইলের কফর সাবা শহরে শনিবার রাতে নিহত সৈন্যের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক প্রধান। ডিএনএ পরীক্ষার পর গোল্ডিন নিহত হয়েছে বলে ইসরাইলের সামরিক বাহিনী ধারণা করছে। গত ৮ জুলাই থেকে গাজায় ইসরাইলি হামলায় প্রায় এক হাজার ৭শ’ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে হামাসের সঙ্গে যুদ্ধে ৬৬ ইসরাইলি নিহত হয়েছে বলে তেলআবিব দাবি করেছে। তবে হামাসের দাবি, তাদের যোদ্ধাদের হামলায় অন্তত ১শ’ ৩০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর কিছুক্ষণ আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা ফিরিয়ে না আনা প গাজায় অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘হামাস মনে করছে, তাদের বিরুদ্ধে যুদ্ধের আগ্রহ ও দৃঢ়তা কোনটাই ইসরাইলের জনগণের নেই। তবে তাদের ধারণা যে ভুল তারা অচিরেই তা টের পাবে। ইসরাইলের জনগণের সুরক্ষার জন্য তেলআবিব সবকিছুই করবে।’ তিনি বলেন, ইসরাইলে হামলার জন্য তাদেরকে ‘অপূরণীয় মূল্য’ দিতে হবে। হামাসের মুখপাত্র ফাউজি বারহাম ইসরাইলের প্রধানমন্ত্রীর মন্তব্যকে ‘বিভ্রান্তকর’ উল্লেখ করে তা নাকচ করে দেন। তিনি বলেন, কাক্সিক্ষত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামাসের প্রতিরোধ অব্যাহত থাকবে। আরও পড়ুন 2 152 0 0 Sharing Twitter Facebook Google + Linkedin Email this article গাজায় চলছে মৃত্যুর মিছিল, নিখোঁজ ইসরাইলি সেনা নিহত ফাইনালের আগে ১৯ জন গ্রেফতার 1 comment • 21 days ago Avat john shahid — german-r-brazil -er- final khela hobe bolea ha ha ha ha - r-argentina ki tahole ball kurabe ha ha ha........ki … বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীর কোপে … 1 comment • 2 months ago Avat জহিরুল ইসলাম — নাটোরের বড়াই গ্রামে সবি সম্ভব , নাটরের সকল পুরুষ সাবধান , খেলা … বদলে যাচ্ছে পাবলিক পরীক্ষা ব্যবস্থা, থাকবেনা … 2 comments • a month ago Avat Sazzadur Khan — Na ata kora thik hobey na ....Ati jodi korey ..taholey keno Ai desh Education Babosta ki ato tai ki … আর্জেন্টিনা ফাইনাল খেলার যোগ্য নাঃ রোবেন 2 comments • 24 days ago Avat Jhilik Kumar Das —
Posted on: Sun, 03 Aug 2014 11:07:32 +0000

Trending Topics



ft:0px; min-height:30px;"> Black Gold: The Mozambican Miner, Proletarian and Peasant I found
Atkins info A MUST READ for Newbies... 40 excellent tips! 1.
Dj Quebase Live ON AIR mit "House Mafia!" Hier bekommt ihr genau
Paris: Peshawar and Boko Haram- Religion, Politics and
A rather disturbing thought came to mind other day (no, not more
Today in Peter Sweeneys Diary (The man who built my house - he was
Losing weight is a legitimate and important health and fitness

Recently Viewed Topics




© 2015