গার্মেন্টের মেয়েরা - TopicsExpress



          

গার্মেন্টের মেয়েরা জেনা করে টাকা উপার্জন করে তাই বরকত নাই। - বাল-লামা শফি। কথা হল এই জেনাকারীনি মেয়েরাই হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মূদ্রার ব্যাবস্থা করে দেয় এই দেশকে। সেই টাকায় এই দেশের জন্য খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সবরকম আমদানী নির্ভর পন্য আনা হয় বিদেশ থেকে। শফি হুজুর সেই জেনার টেকায় কেনা চাল খেয়ে মঞ্চে উঠে বক্তিমা চুদান। সেই জেনার টেকায় আমদানি করা পাকিস্তানি আতর গায়ে মেখে সুবাশ ছড়ান। সেই জেনার টাকায় আমদানি করা জায়নামাজে নামাজ পড়েন। এই টাকা যদি জেনার টাকা হয়, এই টাকা যদি হারাম উপার্জন হয়, খোদার কসম সফি যেই দিন থেকে এই দেশে গার্মেন্টস চালু হইছে সেই দিন থেকে আপনার কোন এবাদত কবুল হয় নাই।
Posted on: Sat, 06 Jul 2013 14:56:19 +0000

Recently Viewed Topics




© 2015