গণতন্ত্র, গণতান্ত্রিক - TopicsExpress



          

গণতন্ত্র, গণতান্ত্রিক ভাষা এবং গণতন্ত্রের প্রতিপক্ষ। গণতন্ত্র হইল অধিকাংশ মানুষের সম্মতি নিয়া, তাহাদের প্রভু সাজিয়া, তাহাদেরকেই শোষণ করিবার ব্যবস্থা। ডাকাতের দল নির্দিষ্ট সময় পর পর জনগণের পকেটের কয়েন দিয়া, জনগণকে টস করিয়া বাহির করিতে বলে যে, তাহার বাকি সম্পদ আগামী কয়েক বছর কে বা কাহারা লুট করিবে। এইবার নির্বাচিত প্রভুগণ নিজেদের প্রয়োজন মিটাইয়া উচ্ছিষ্ট দিয়া জনগণের জন্য কিছু করিয়া থাকে জনগণের অর্থেই। ইহাতেও আবার কোন প্রভু কতটা উচ্ছিষ্ট রাখিল তাহার কথা ফলাও করিয়া প্রচার করে। এই প্রচারেই তাহাদের সাফল্য। গণতান্ত্রিক দস্যুগণের একমাত্র প্রতিপক্ষ জনগণ। ছলে, বলে, কৌশলে জনগণকে ধোঁকা দিতে পারার নাম গণতান্ত্রিক রাজনীতি। যেই রাজনীতির বৈধ ভাষা হইল হরতাল। হরতালে দুই পক্ষের কিছুই হয়না, তবে জনগণ নামক প্রতিপক্ষের জানমাল প্রায়শই নষ্ট হয়। ইহা তাহাদের মজাদার ক্রীড়াও বটে। তাই রঙ্গ করিয়া মাঝে মাঝে দুই রাজনৈতিক সতীন এক সাথে হরতাল ডাকিয়া জনগণকে নৃত্য করাইতে থাকে। ইহাতে নাকি ক্ষমতা নামক স্বামীগৃহে কে ঘরওয়ালী আর কে বাহারওয়ালী তাহা বুঝা যায়। জনগণ অবুঝ, কচি, আবাল। তাই বুঝিয়া উঠিতে পারে না কে করিবে পিকেটিং? কে হরতাল বিরোধী মিছিল করিবে? আর দিনশেষে কে সফল হইবে কেইবা বিফল হইবে? সব যেন দেবতাগণের লীলাখেলা, বুঝা বড় দায়।
Posted on: Mon, 15 Jul 2013 17:47:16 +0000

Recently Viewed Topics




© 2015