গত এক বছর ধরে যে চেষ্টা - TopicsExpress



          

গত এক বছর ধরে যে চেষ্টা চলতেছিল, তার একটা সাময়িক পরিসমাপ্তি আজকে হইলো। Your Visa has been Approved #texas_tech_university #phd #research_assistanship #spring_2015 এক বছর আগে, 4-1 এর পরীক্ষা চলার সময়, হল এর বারান্দাই Afzal Hasib আর Saif Bin Salah এর GRE registration এর কথা শুনে হটাত করেই decision নিলাম, GRE টা দেয়া যাই। কিছুই জানতাম না। তখন মঈনুল হোসেন রাহাত ভাই এর সহযোগিতাতেই আসলে অনেক কিছু বুঝতে পারি। উনি চলে যাবার পর থেকে Shafee vai এর help ছাড়া কিছুই করতে পারতাম না। কিভাবে professor দের email করতে হই থেকে শুরু করে, apply এর জন্য কি কি করতে হই, সবই উনার কাছ থেকে জানতে পারি। TTU থেকে স্যার এর reply পাওয়ার পর থেকে আরেক জন মানুষ আমার জন্য অনেক কষ্ট করছেন। নিজের বড় ভাই ও মনে হই এতো কষ্ট করত না। Saad Haider vai, I am grateful for the help u have done for me. স্যার এর reply পাওয়ার পর TOEFL দেওয়া, apply করা, reco যোগাড় করা, এই সব কাজ এ এতো busy ছিলাম, অনেক কাছের মানুষদের কেও কিছু বলতে পারি নি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি ভালো কিছু করতে পারি।
Posted on: Sun, 19 Oct 2014 07:51:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015