গত কয়েক দিনের - TopicsExpress



          

গত কয়েক দিনের সংবাদপত্রের কিছু শিরোনাম ছিলো এইরকম: ভুয়া পিএইচডি ডিগ্রি নিয়েও বহাল তবিয়তে ভিসি - স্ট্যামফোর্ড । ভুয়া পিএইচডির দায়ে অভিযুক্ত এবং বরখাস্ত প্রোভিসি - নর্থ সাউথ । পারিবারিক শিক্ষা (ব্যবসা) প্রতিষ্ঠান যেখানে বাবা ভিসি, মা ট্রেজারার আর ছেলে রেজিস্ট্রার - ওয়ার্ল্ড ইউনিভার্সিটি । তাতে আমার কোন আপত্তি নেই, আফটার অল বাণিজ্য বলে কথা !! কিন্তু অবাক হই তখনই যখন দেখি পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ নামসর্বস্ব এই সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গাঁইয়া খ্যাত বলে আলাদা একটা ভাব নেয়ার ব্যর্থ চেষ্টা করে।ওরে গর্দভ একটু চোখ মেলে দেখ এই গাঁইয়া খ্যাত মানুষ গুলোই কিন্তু দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, দেশ চালাচ্ছে এবং চালাবে যতদিন বাংলাদেশ থাকবে........... ....Nazmul Hossain.... ...Assistant Professor... Department of Marketing. University of Dhaka
Posted on: Thu, 20 Nov 2014 05:04:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015