গত বছরের ৬ অক্টোবর আমি - TopicsExpress



          

গত বছরের ৬ অক্টোবর আমি জেনেছিলাম,আমি officially একজন মেডিকেল স্টুডেন্ট।তাই এবার যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিচ্ছিস,একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমার শুভকামনা জানানোর শুরু তোদেরকে দিয়েই। প্রথমেই বলে রাখি,এখানে এসে ৮-৯ মাসে যা দেখলাম,ডাক্তারিটা একটা পেশার চেয়েও বেশি একটা passion.এখানে খুব বেশি মেধাবী হওয়ার হয়তো দরকার নেই,কিন্তু এখানে commitment এর দরকার আছে।তাই যারা কালকে একটু চেখে দেখি/মা-বাবার মন রাখা টাইপ মানসিকতা নিয়ে যাচ্ছিস,তোদের খামখেয়ালিপনার জন্য যাতে অন্যদের কোন ক্ষতি না হয়। আর যারা কালকের real competitors,তাদের বলবো,জীবনের অন্য অনেক এক ঘন্টার মত কালকের এক ঘন্টা না।কালকের এক ঘন্টা decide করবে,তুই কোন পথে যাবি।আর exam strategy নিয়ে তো কোচিং এর ভাইয়াদের থেকে অনেক কিছু শুনেছিস,নতুন কিছু বলার নায়। কিছু close friend এবং junior এবার পরীক্ষা দিচ্ছে।তাদের জন্য অনেক শুভকামনা।সত্যি কথা হচ্ছে,ডাক্তারি পরার জন্য খুব বেশী inspiration এর দরকার হয়না।তুই white coat/apron টা গায়ে দিতে পারবি,এটাই অনেক বড় একটা inspiration. so,hope for the best. যারা মেডিকেলে টিকবি,মেডিকেল রেজাল্টটা তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা moment হয়ে থাকবে।তাদের কাছ থেকে রেজাল্টের দিন কল পাওয়ার অপেক্ষায়...:)
Posted on: Thu, 23 Oct 2014 18:20:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015