গত সপ্তাহে জনপ্রিয় - TopicsExpress



          

গত সপ্তাহে জনপ্রিয় মাইক্রোপ্রসেসর ও গ্রাফিক্স চিপ নিমার্তা AMD বাজারে ছেড়েছে তাদের নতুন KAVERI প্রসেসর । এই প্রসেসরকে APU বলা হয় । APU হচ্ছে AMD এর ডিজাইন করা একধরনের প্রসেসর যাতে প্রসেসর বা CPU ও গ্রাফিক্স চিপ বা GPU একত্রে থাকে । APU তে CPU ও GPU একত্রে কাজ করে । AMD এর তৈরি Kaveri APU এর A10-7850K মডেলটি হচ্ছে ১২কোরের প্রসেসর ! থাক ঘাবড়ে যাবার দরকার নাই এটা অন্য রকমের ১২ কোর । 7850K এর CPU তে রয়েছে 2টি মডুলার , 4টি steamroller ( amd এর নতুন ডিজাইন করা ) কোর , 4MB L2 cache । আর এর GPU তে রয়েছে 8টি Computing unit বা CU , প্রতিটি CU তে 64টি করে কোর মোট 8x64=512 টি কোর । CPU এর 4টি Core এবং GPU এর 8টি CU একত্রে কাজ করবে 12 টি কোরের মত করে । A10-7850K এর R7 GPU , RADEON HD7750 এর মত পারফর্মেন্স দিবে ; Battlefield 4 Medium setting এ 50fps চলবে । A10-7850K এর পারফর্মেন্স 22% বেশি পূর্বের A10-6800K থেকে । চাইলে A10-7850K এর সাথে AMD R7-240 গ্রাফিক্স কার্ড ক্রসফায়ার করে এর GPU এর পারফর্মেন্স আরও বাড়িয়ে নেয়া যাবে । সব মিলিয়ে এই AMD A10-7850K যে স্বল্প বাজেটের এশিয়ান গেমারদের জন্য একটা ভাল সমাধান । এর দাম ধরা হয়েছে 175$ । একটা ভাল 4core প্রসেসরের দাম কমপক্ষে 125$ + HD7750 এর দাম 100$ মোট 225$ ; একই জিনিস AMD মাত্র 175$ দিচ্ছে , এটার সাড়া পড়ার বেশ ভাল সম্ভাবনা রয়েছে । AMD এটা বাদে A10-7700K এবং A8-7600 বাজারে ছেড়েছে । 7700K তে 4টি কোর , 3.8ghz , 4MB l2 cache রয়েছে এর GPU তে 6টি CU , 384 টি কোর , 720Mhz clock speed রয়েছে ; এটার দাম 159$ । A8-7600 তে 4টি কোর , 4MB L2 Cache , 3.3gbz রয়েছে এর GPU 7700K এর মতই ; এর দাম 120$ । ভবিষ্যতে AMD এই পদ্ধতির 16 Core এর প্রসেসর বের করতে পারে । সব মিলিয়ে AMD এবার intel Core I3 , Core I5 এবং NVIDIA এর Medium profile ( Geforce GT Series ) গ্রাফিক্স কার্ডের মার্কেটে প্রভাব ফেলতে পারবে বলে মনে হচ্ছে ।
Posted on: Sat, 25 Jan 2014 07:39:58 +0000

Trending Topics



x;"> Tom Peters bringt es auf den Punkt!! Time to Revamp Leadership
DONT ACT THE 7 ACTIONS BELOW AFTER YOU HAVE A
John 3:16-21 For God so loved the world, that he gave his only
Finally, my brethren, be strong in the Lord and in the power of

Recently Viewed Topics




© 2015