গতকাল কুইজের প্রশ্নপত্র - TopicsExpress



          

গতকাল কুইজের প্রশ্নপত্র ও উত্তরমালা:- 51. প্রশ্নঃ নাটক ও প্রহসনে পার্থক্য- A.সংলাপ B.উপাখ্যান C.ব্যঙ্গবিদ্রূপ D.কোনটিই নয় Ans: C 52.আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ । নিম্নের কোন translation টি এ বাক্যের জন্য সঠিক ? A. I am much obliged to you B. I am greatful to you C. I am very much greateful to you D. I am most obliged to you. Ans: C 53.পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত ? A.৯ B.১০ C.১ D.৫ Ans: C 54.বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ ? A.কার্বন ডাইঅক্সাইড B.জলীয় বাষ্প C.CPC বা ক্লোরোফ্লোরো কার্বন D.নাইট্রিক অক্সাইড Ans: C 55. মরুভূমি এলাকার মানুষের জন্য অসম্ভব হলো - a. যাযাবর হওয়া b. ধর্মপ্রাণ হওয়া c. মত্সজীবী হওয়া d. স্বাস্হবান হওয়া। Ans: C 56.ঢাকের কাঠি বাগধারাটির অর্থ- A.সাহায্যকারী B.তোষামুদে C.বাদক D.স্বাস্থ্যহীন লোক Ans: B 57.Which of the following is singular? A.Physics B.Roofs C.Bushes D.Boxes Ans: A 58. a=1, b=-1, c=2, d=-2 হলে a-(-b)-(-c)-(-d) এর মান কত? A.0 B.1 C.2 D.কোনটিই নয় Ans: A 59.কোনটি ম্যালেরিয়ার ঔষধ নয় ? A.ক্লোরোকুইন B.ক্লোক্সোসিলিন C.মেক্লোকুইন D.সবকয়টি Ans: B 60.৮. আগামী পরশু রাজ্জাকের জন্মদিন। পরের সপ্তাহে সেই দিন একটি উত্সব। আজ রবিবার হলে উত্সবের পরের দিন কি বার হবে? A. বুধ B. মঙ্গল C. শুক্র D. শনি Ans: A 61. এক কথায় প্রকাশ করুন মর্মকে পীড়া দেয় যাহা- A.মর্মন্তুদ B.মর্মদন্ত C.মর্মন্ত্য D.মর্মাহত Ans: A 62.কোনটি শুদ্ধ বানান ? A.TRANSPARENCEY B.TRENSPARENCY C.TRANSPERENCY D.TRANSPARENSY Ans: A 63.যদি কাচ পানি অপেক্ষা ২.৫ গুণ বেশি ভারী হয় তবে ৪০ঘন সেন্টিমিটার কাচের ওজন কত ? A.১০০গ্রাম B.২৫০গ্রাম C.৬০০গ্রাম D.১০০০গ্রাম Ans: A 64.উপকারী পতঙ্গ কোনটি ? A.Grasshopper B.Silkworm C.Locust D.Cater Piller Ans: B 65.ময়ূর ও হরিণ একত্রে ৮০ টি, কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০ টি তাহলে ময়ূর কতটি? A. 60 B. 50 C. 40 D. 30 Ans: A 66.কোন বানানটি শুদ্ধ ? A.দরিদ্র্য B.শ্বশান C.বিশেষন D.কোনটি নয় ? Ans: D 67. I saw ___ one-eyed man. A. a B. an C. the D. no article Ans: A 68. x y-1=0, x-y 1=0, এবং y 3=0 সকল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ- A.সমবাহু B.বিষমবাহু C.সমকোণী D.সমদ্বিবাহু Ans: D 69.ডায়াগ্রা কি ? A.একটি জলপ্রপাত B.নতুন জাহাজের নাম C.সাড়া জাগানো চলচ্চিত্রের নাম D.নতুন একটি ঔষধ Ans: D 70. সর্বদা মনে রাখতে হবে, সংসারে কেউ একা নয়। A. B. C. D. Ans: C 71.আরবি শব্দ কোনটি ? A.দোযখ B.কলম C.বেগম D.বান্দা Ans: B 72.Dark horse means- A.black horse B.horse in dark place C.unknown person D.bad animal Ans: C 73.ছয়টি পরপর (consecutive) পূর্ণসংখ্যা দেয়া আছে । প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল কত ? A. ৩৬ B. ৩৩ C. ৩২ D. ৩০ Ans: A 74. অন্ধকারে অংকুরিত হয় না কোন ফুল ? A.গাঁদা B.জুঁই C.জবা D.বেলী Ans: D 75. ভারতীয় মুদ্রা রুপি হলে ইউরো কোন দেশের মুদ্রা? A. স্পেন B. গ্রীস C. ফ্রান্স D. সবগুলোই Ans: D 76. কোনটি ঠিক ? A.গোরা (নাট্যগ্রন্থ) B.বিদ্রোহী (কাব্যগ্রন্থ) C.পথের দাবি (উপন্যাস) D.একাত্তরের দিনগুলি (উপন্যাস) Ans: C 77.ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি হিসেবে পরিচিত- A.Lord Tennyson B.John Milton C.William Wordsworth D.John Keats Ans: C 78.ক খ ও গ -এর গড় বয়স ৪০বছর, ক ও গ -এর বয়স একত্রে ৮৫বছর । খ-এর বয়স হবে- A.৩০বছর B.৩৫বছর C.৪০বছর D.৪৫বছর Ans: B 79.ব্যবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিল ? A.নেবুচাদ নেজার B.সাইরাস C.রামজেজ D.দারিউস Ans: A 80.৫,৬,১০,১৫ এর ল সা গু কত ? A.৬০ B.৩০ C.৫০ D.৯০ Ans: B 81. সাধু এর স্ত্রীলিঙ্গ কোনটি ? A.সাধী B.সাধিনী C.সাধনী D.সাধুনী Ans: C 82.He has gone to dogs -এর সঠিক অনুবাদ কোনটি ? A.সে কুকুরের কাছে গেছে B.সে কুকুর খুব ভালোবাসে C.সে গোল্লায় গেছে D.সে কুকুর পোষে Ans: C 83.মাকড়সার কয়টি পা ? A. ১০টি B. ৮টি C. ১২টি D. ৬টি Ans: B 84.নিচের কোন ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি ? A.কাওসার B. ফজর-৩ C.টর্পেডো D.ওপরের সবগুলো Ans: D 85.৩. আমার বাবার বোনের বাবার ছেলের মেয়ের মেয়ে আমার কে হবে? ক. বোন খ. ভাগিনী গ. ভাতিজি ঘ. ফুফু Ans: B 86.ভার্যা শব্দের অর্থ কি ? A.মেয়ে B.দেবর C.জা D.স্ত্রী Ans: D 87.কোনটির ইংরেজি বানান শুদ্ধ নয় ? A.counsil (পরিশদ) B.fare(ভাড়া) C.principal(অধ্যক্ষ) D.confident(বিশ্বস্ত ব্যক্তি) Ans: A 88.কোন সংখ্যার ৯গুন থেকে ১৫গুন ৫৪ বেশি ? A.৯ B.১৫ C.৫৪ D.৬ Ans: A 89.কোন খাদ্যে প্রোটিন বেশি ? A.ভাত B.গরুর গোশত C.মশুরির ডাল D.ময়দা Ans: C 90.এখানে কোন অক্ষরের দ্বারা সৃষ্ট দলটি আলাদা? A. ACD B. GIK C. KMO D. TVX Ans: A 91. ইতর বিশেষ বলতে কি বুঝায় ? A.পার্থক্য B. ঘৃণ্য C.নিতান্ত মন্দভাগ্য D.প্রচুর ব্যবধান Ans: A 92.কোনটি Superlative Degree-এর অন্তর্ভুক্ত ? A.better B.further C.less D.worst Ans: D 93.জুলি ও কুরি একজন বিশ্ববিখ্যাত- A.কবি B.সাহিত্যিক C.বৈজ্ঞানিক D.শিল্পী Ans: C 94.TWIN OF BRETTON WOODS বলে পরিচিত কোনটি ? A.IMF, IDA B.IMF, IBRD C.ILO, IDA D.ILO, IBRD Ans: B 95.বাংলাদেশের শস্যভান্ডার হলো- A.রংপুর B.বগুরা C.দিনাজপুর D.বরিশাল Ans: D 96.আমার সন্তান যেন থাকে দুধেভাতে-এ প্রার্থনাটি করেছেন - A.ভাঁডুদত্ত B. চাঁদ সওদাগর C.ঈশ্বর পাটনী D.নলকুবের Ans: C 97.Legal is- A. an adjective B. a pronoun C. a verb D. a noun Ans: A 98. ৫০ পয়সার ৫০ দিনের সুধ ৫০ পয়সা হলে দৈনিক সুদের হার কত ? A. ১পয়সা B. .১পয়সা C. .০১পয়সা D. ১০পয়সা Ans: A 99.সূর্য থেকে পৃথিবীর আলো আসতে কতক্ষণ সময় লাগে ? A. ৮.৩২মিনিট B. ৯.১২মিনিট C. ৭.৯৬মিনিট D. ১০.৫৬মিনিট Ans: A 100. বাংলাদেশ কোনটির উপর অবস্থিত? A. ট্রপিক অব ক্যাপ্রিকন B. আর্কাটিক সার্কেল C. ট্রপিক অব ক্যানসার D. ইকুয়েটর Ans: C
Posted on: Sun, 03 Aug 2014 03:45:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015