গতকাল বড় চাচাদের - TopicsExpress



          

গতকাল বড় চাচাদের ওখান থেকে বাসে করে আমাদের বাসায় আসছিলাম। ঈদ উপলক্ষে শহরে যানবাহন কম থাকায় বাস গুলোতে খুব ভিড়। আমি যেই বাসে উঠেছিলাম সেটাতে মোটামুটি ভিড় ছিল। তবুও কিছুক্ষণ পর আমি একটা সিট খালি পেয়ে বসে পড়ি। কিছুদূর আসার পর বাসে দুটি মেয়ে উঠলো। আমি আবার বাসে উঠার পর কোন মেয়ে অথবা বৃদ্ধ দাড়িয়ে থাকলে সিট ছেড়ে দিই। কিন্তু মেয়ে দুটো হওয়া তে আমি সিট ছাড়লাম না। তখন ওরা দুইজন আমার পিছনের সিট বরাবর দাঁড়ালো। আর কিছুদূর যাওয়ার পর বাসে আরেকটি মেয়ে উঠলো। যেহেতু বাসে অনেক ভিড় ছিল তাই মেয়েটি অনেক ঠেলাঠেলি করেও উঠলো। মেয়েটি ঠিক আমার সিটের পাশে এসে দাঁড়ালো। আর আগে উঠা মেয়ে দুটি ওর ঠিক পিছনেই দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর দেখলাম বাসের মধ্যে দাঁড়ানো অনেকেই আমার সিটের পাশে দাঁড়ানো মেয়েটির দিকে বার বার তাকাচ্ছে । তখন তাদের তাকানোর ভঙ্গি দেখে আমি আবার মেয়েটির দিকে তাকালাম। দেখলাম, মেয়েটির অন্তর্বাস এর ফিতা বের হয়ে প্যাঁচিয়ে গেছে, বাসে মেয়েটির পিছনে দাঁড়ানো মেয়ে দুটিও মুখ চেপে হাসছিল। যেহেতু বাসে অনেক ভিড়, তাই হয়ত মেয়েটি বুঝতে পারছে না কারো চোখের ভাষা। আমি সাথে সাথেই সিট থেকে উঠে গেলাম এবং মেয়েটির ঠিক পাশে দাঁড়িয়ে আস্তে করে বললাম, আপু আপনার কাপড় ঠিক করেন বলেই আমি সরে চলে আসলাম। মেয়েটি একটু লক্ষ করেই দ্রুত ঠিক করে নিল। আমি কিছুক্ষণ পর মেয়েটির দিকে তাকিয়ে দেখলাম সে খুব লজ্জিত ও অসহায়ত্ব বোধ করছে। এটাকি নারীর ধর্ম? একজনের অসহায়ত্ব দেখে আরেকজন হাসছে। বন্ধুরা আপনারাই বলুন মেয়েটিকে কাপড় ঠিক করার কথা তার পিছনে দাঁড়ানো মেয়ে দুটির বলা উচিত ছিল না? এরকম কিছু কিছু মেয়েদের মন মানসিকতা দেখে খুব অবাক লাগে। মেয়ে হয়ে অন্য মেয়ের অসহায়ত্বের মজা নিচ্ছে। এই দৃশ্য দেখে খুব দুঃখ পেলাম। আমাদের মনুষত্বের বড় অভাব। আমাদের এই মন মানসিকতা কি কোনদিন পরিবর্তন হবে না? বি:দ্র:- আপুদের উদ্দেশ্যে বলছি এখানে সব মেয়েদের কথা বলা হয়নি। আর বিনীত ভাবে অনুরোধ করছি দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। স্বপ্নহীন বালক তামিম(নিশ্চুপ সমুদ্র)
Posted on: Thu, 09 Oct 2014 09:34:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015